মাহামুদুন নবী
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে ডুব দিয়ে রায়হানুল আবেদিন দিব্য নামের অনার্স পড়–য়া এক ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্বজনেরা নৌকা নিয়ে নদীতে খোঁজ করেও তার সন্ধান পাননি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছেছেন। রায়হানুল আবেদিন দিব্য উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের হান্নান মোল্যার ছেলে। সে বগুড়া মাজিদুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
দিব্যর চাচা ওয়ালিউর রহমান জানান, দিব্য, তার বাবা ও মা পরিবারসহ বগুড়ায় বসবাস করে। ৫/৬ দিন আগে ফুফু বাড়ি বেড়াতে (উপজেলার আড়মাঝি গ্রামের উত্তর পাড়ায়) আসে দিব্য। বৃহস্পতিবার দুপুরে নিষেধ সত্ত্বেও নদীতে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। সে সাঁতার জানত না।
স্থানীয় আইয়ুব শেখসহ কয়েকজন জানান, দুপুর পৌনে একটার দিকে দিব্য নদীর পাড়ে কাপড়-মোবাইল রেখে নদীতে ডুব দেয়। পরে আর ওঠেনি। না উঠায় নদীর পাশে ক্ষেতে কাজ করা কয়েকজন কৃষক তার পরিবারকে বিষয়টি জানায়।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের সেন্ট্রী মফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থল ঘুরে আসছি। খুলনা থেকে ডুবরী দল এখনো পৌছায়নি। পৌছালে তারা খোঁজ করবে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো খোঁজ পাওয়া যায়নি।