ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ব্যবহারের উদ্যোগ ডিএমপির বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান জমিজমা বিরোধে আহত-৩, ৭জনের বিরুদ্ধে থানায় মামলা: গ্রেফতার হয়নি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে এমপি পুত্র ও জামাতার মনোনয়নপত্র জমা বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে–স্পীকার অপশক্তিকে বিতাড়িত করতে হলে ভালো মানুষকে ভোট দিন- কামাল হোসেন টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত

নিজের কথা ও সুরে গাইলেন পুলিশ সুপার রকিবুল

নাদিম আহমেদ অনিক
নিজ কর্মক্ষেত্রে শত ব্যস্ততার ভিড়ে মনকে কিছুটা সতেজ রাখতে একান্ত কিছু সময়ে সঙ্গীত চর্চায় মগ্ন থাকেন এসপি রকিবুল আক্তার স্টালিন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার (এসপি)। হঠাৎ আবেগ ও অনুভূতির উপস্থিতিতেই গীতিকবিতা লেখার অভ্যাস হয়ে ওঠে তার, আর সেই অভ্যাসটাকেই ভালবেসে নিজ কর্মস্থলের কাজ শেষে নানান ঘরোয়া ও স্টেজ প্রোগামে গীটার হাতে নিয়ে নিজের লেখা কিংবা দেশের গুণী শিল্পিদের গাওয়া গানগুলোকে গেয়ে ব্যাপক প্রশংসার সম্মুখীন হোন তিনি। পরবর্তীতে গানের প্রতি গভীর প্রেম থেকে গত ১৭ ডিসেম্বর-২১ ইং তারিখে ‘মনকবি মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ পায় তার ‘কত শত স্বপ্ন ছিন্ন ভিন্ন’ শিরোনামে প্রথম একক মিউজিক ভিডিও। গানটি অশংখ্য ভক্তদের সাথে পরিচয় করে দেয় তাকে। প্রথম মিউজিক ভিডিও এর মাধ্যমেমে পুলিশের একজন এসপি থেকে কণ্ঠ শিল্পি হিসেবে নতুন আলোচনার জন্ম দেন রকিবুল আক্তার স্টালিন। প্রথম গানের সফলতার পর পরই ভক্তদের ভালবাসায় নিজেকে মুরিয়ে নতুন গান উপহার দিতে এসপি রকিবুল আক্তার, স্টালিন প্রশাসনিক দায়িত্বের পরে কিছুটা সময় গভীর আগ্রহে সঙ্গীত চর্চায় ব্যস্ততার পাশাপাশি খুঁজতে থাকেন ভিন্ন মাত্রাই হৃদয় স্পর্শকাতর গান। এবং একপর্যায়ে নিজেই লিখে ফেলেন ‘চলে যেতে যদি হয়’ শিরোনামে গানটি। পরবর্তীতে গানটি নিজের সুরেই কণ্ঠে তুলে নেন পুলিশের এই কর্মকর্তা। অবশেষে ভক্তদের মন রাঙ্গাতে ‘Musicart’ নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানারে ‘চলে যেতে যদি হয়’ শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে ২য় বারের মত ভক্তদের মাঝে সাম্প্রতিক হাজির হয়েছেন এসপি রকিবুল আক্তার স্টালিন।
গানটির মিউজিক ও ভিডিও নির্মান করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ‘শান সাইক।
বর্তমান অনলাইন নির্ভর সঙ্গীত অঙ্গনে নিজেকে একজন কণ্ঠশিল্পি হিসেবে মেলে ধরতে গানটি ভালবাসার এক অসামান্ন বর্ণনায় লেখার চেষ্টা করেছেন বলে বলে জানিয়েছেন এসপি রকিবুল আক্তার স্টালিন।
রবিকুল আক্তার স্টালিন বলেন, ভালবাসার কোন সীমাবদ্ধতা নেই, এর বর্ণনা করা যায়না, এটা একটা অনুভূতি। সবকিছু ছেড়ে গেলেও ভালবাসা ঠিকই রয়ে যায় অনন্তকাল একান্ত ভাবনায়। শুধু বিশ্বাসটুকু রাখতে হয়। আমি চেষ্টা করেছি ভাল কিছু উপহার দেবার। আশা করি গানটি সবার ভাল লাগবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

নিজের কথা ও সুরে গাইলেন পুলিশ সুপার রকিবুল

আপডেট টাইম : ০৪:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

নাদিম আহমেদ অনিক
নিজ কর্মক্ষেত্রে শত ব্যস্ততার ভিড়ে মনকে কিছুটা সতেজ রাখতে একান্ত কিছু সময়ে সঙ্গীত চর্চায় মগ্ন থাকেন এসপি রকিবুল আক্তার স্টালিন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার (এসপি)। হঠাৎ আবেগ ও অনুভূতির উপস্থিতিতেই গীতিকবিতা লেখার অভ্যাস হয়ে ওঠে তার, আর সেই অভ্যাসটাকেই ভালবেসে নিজ কর্মস্থলের কাজ শেষে নানান ঘরোয়া ও স্টেজ প্রোগামে গীটার হাতে নিয়ে নিজের লেখা কিংবা দেশের গুণী শিল্পিদের গাওয়া গানগুলোকে গেয়ে ব্যাপক প্রশংসার সম্মুখীন হোন তিনি। পরবর্তীতে গানের প্রতি গভীর প্রেম থেকে গত ১৭ ডিসেম্বর-২১ ইং তারিখে ‘মনকবি মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ পায় তার ‘কত শত স্বপ্ন ছিন্ন ভিন্ন’ শিরোনামে প্রথম একক মিউজিক ভিডিও। গানটি অশংখ্য ভক্তদের সাথে পরিচয় করে দেয় তাকে। প্রথম মিউজিক ভিডিও এর মাধ্যমেমে পুলিশের একজন এসপি থেকে কণ্ঠ শিল্পি হিসেবে নতুন আলোচনার জন্ম দেন রকিবুল আক্তার স্টালিন। প্রথম গানের সফলতার পর পরই ভক্তদের ভালবাসায় নিজেকে মুরিয়ে নতুন গান উপহার দিতে এসপি রকিবুল আক্তার, স্টালিন প্রশাসনিক দায়িত্বের পরে কিছুটা সময় গভীর আগ্রহে সঙ্গীত চর্চায় ব্যস্ততার পাশাপাশি খুঁজতে থাকেন ভিন্ন মাত্রাই হৃদয় স্পর্শকাতর গান। এবং একপর্যায়ে নিজেই লিখে ফেলেন ‘চলে যেতে যদি হয়’ শিরোনামে গানটি। পরবর্তীতে গানটি নিজের সুরেই কণ্ঠে তুলে নেন পুলিশের এই কর্মকর্তা। অবশেষে ভক্তদের মন রাঙ্গাতে ‘Musicart’ নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানারে ‘চলে যেতে যদি হয়’ শিরোনামে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে ২য় বারের মত ভক্তদের মাঝে সাম্প্রতিক হাজির হয়েছেন এসপি রকিবুল আক্তার স্টালিন।
গানটির মিউজিক ও ভিডিও নির্মান করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ‘শান সাইক।
বর্তমান অনলাইন নির্ভর সঙ্গীত অঙ্গনে নিজেকে একজন কণ্ঠশিল্পি হিসেবে মেলে ধরতে গানটি ভালবাসার এক অসামান্ন বর্ণনায় লেখার চেষ্টা করেছেন বলে বলে জানিয়েছেন এসপি রকিবুল আক্তার স্টালিন।
রবিকুল আক্তার স্টালিন বলেন, ভালবাসার কোন সীমাবদ্ধতা নেই, এর বর্ণনা করা যায়না, এটা একটা অনুভূতি। সবকিছু ছেড়ে গেলেও ভালবাসা ঠিকই রয়ে যায় অনন্তকাল একান্ত ভাবনায়। শুধু বিশ্বাসটুকু রাখতে হয়। আমি চেষ্টা করেছি ভাল কিছু উপহার দেবার। আশা করি গানটি সবার ভাল লাগবে।