খবর বাংলাদেশ :
রাজধানীর পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাকির হোসেন, আল অমিন, ফারুক মিয়া, শাহিন মিয়া, নজরুল ইসলাম রোকন, শাহ আলম ও আব্দুল মান্নান।
পুলিশ জানিয়েছে, তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারী দামে গাঁজা কিনে তা মাইক্রোবাসে করে ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা বিক্রি করতেন।
গতকাল শনিবার রাতে মিরপুর ১২ নম্বর থেকে চক্রের ওই সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আজ রোববার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে মিরপুর ১২ নম্বর উত্তর কালশী শতক ফুয়েল স্টেশনের সামনে একটি কালো রঙের মাইক্রোবাস থামায় পুলিশ। এ সময় যাত্রীদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাদের গাড়ি থেকে নামতে বললে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে সাত যাত্রীকে আটক করে। পরে মাইক্রোবাসটি তল্লাশী করে ৫টি প্লাস্টিকের বস্তা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাজা উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।