মাহামুদুন নবী
মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় আওয়ামীলীগ ও দলের সহযোগী সংগঠন। বুধবার বিকালে আমিনুর রহমান কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি উপজেলা সদরের প্রধান, প্রধান সড়ক দক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। সমাবেশে সভাপতিত্ব, করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম তরিকুল ইসলাম তারা, উপজেলা যুবলীগের সভাপতি ও প্রেসক্লাব মহম্মদপুরের নবনির্বাচিত সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগর সভাপতি মোঃ সুজন শিকদার, কৃষকলীগের সভাপতি মশিউর রহমান টুকু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাগর।