গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে অবস্থিত দেশের বৃহত্তম রাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান বে-রাবার ফ্যাক্টরিতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ মোঃ আব্দুর ওয়াহাব রিংকু (৪৮) নামে প্রতারককে গ্রেপ্তার করেছে। রিংকু বিভিন্ন সময় নানা মিডিয়ার সাংবাদিক পরিচয় দিতে আসছিল। পাঁচ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে বে-রাবার কারখানার উৎপাদন কর্মকর্তার দায়ের করার মামলায় বুধবার রাতে কোনাবাড়ি থানা পুলিশ গাজীপুর শহরের রওশন সড়ক এলাকার এক বাসা থেকে পুলিশ রিংকুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিংকুর বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালি খাঁ বাজার এলাকায়। এজাহার সূত্রে জানা যায়, রিংকু বিভিন্ন সময় একাধিক মুঠোফোন থেকে বে-রাবারের উৎপাদন ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রিংকু তাকে বিভিন্ন সময় যে হুমকি দেয় তার অডিও রেকর্ড সংরক্ষিত আছে। চলতি বছরের ৮ জুন রাত ৮ টার দিকে রিংকু কাইয়ুমের মৌচাক এলাকার বাসায় প্রবেশ করে ৫ লাখ টাকা চায়। অন্যথায় তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্থা করার হুমকি দিয়ে চলে যায়। ওই রাতেই কাইয়ুম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ৪৪৭ ও ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন। এর পর থেকে রিংকু পলাতক ছিল। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, রিংকুর বিরুদ্ধে ময়মনসিংহে চেক ডিজ অনারের একটি মামলা রয়েছে।