অনলাইন ডেস্ক:
মোটা টাকা পারিশ্রমিক না পাওয়ায় ‘হেরা ফেরি ৩’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয় কুমার । এমনই গুঞ্জনে সরগরম নেটদুনিয়া। অক্ষয়ের বদলে জনপ্রিয় এই সিনেমার ফ্র্যাঞ্চাইজির নতুন নায়ক হিসেবে কার্তিক আরিয়ানের নাম শোনা যাচ্ছে। তাতে আবার নেটিজেনদের একাংশের আপত্তি রয়েছে। তা নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছে। সমস্ত কিছু নিয়ে এবার মুখ খুললেন বলিউডের ‘খিলাড়ি’।
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। তারপরে ২০০৬ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি ২’। এই দু’টি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নিয়েছিল সিনেপ্রেমীদের। ছবির তৃতীয় সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সম্প্রতি পরেশ রাওয়াল, সুনীল শেট্টিকে ‘হেরা ফেরি ৩’ ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছিল। তবে নতুন এই ছবিতে অক্ষয় থাকবেন কিনা, সেই প্রশ্ন বহুদিনের।
সম্প্রতি আবার এক নেটিজেনের প্রশ্নের উত্তরে টুইটারে পরেশ রাওয়াল আভাস দেন, ‘হেরা ফেরি ৩’ সিনেমায় থাকবেন কার্তিক আরিয়ান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। টুইটারে ট্রেন্ডিং হয় ‘নো অক্ষয় নো হেরা ফেরি’ হ্যাশট্যাগ। এমন পরিস্থিতিতে শোনা যায়, ‘হেরা ফেরি ৩’ সিনেমায় অভিনয় করার জন্য নাকি ৯০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন অক্ষয়। পাশাপাশি লভ্যাংশও দাবি করেছিলেন। তা না পাওয়ায় ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অক্ষয়ের বদলে তিরিশ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে নায়ক হিসেবে নেওয়া হয় কার্তিক আরিয়ান কে।