ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে পররাষ্ট্র  উপদেষ্টার শোক গাজীপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা গাজীপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় গাজীপুরে কর্পোরেট কোম্পানি থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষায় আলোচনা সভা সিরাজদিখানে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা; ছিনিয়ে নিয়েছে টাকা- স্বর্ণালংকার গাজীপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক শীত বস্ত্র বিতরণ আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সলমনের মন্তব্যেই নতুন জল্পনা শুরু

অনলাইন ডেস্ক:

বলিউডের অন্দরে খুশির আবহ। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ের মা হয়েছেন বিপাশা বসুও। দুই অভিনেত্রীর আগে আবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর । এবার কার পালা? এই প্রশ্নের উত্তরে আচমকাই শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের নাম। কিন্তু কীভাবে?

এর নেপথ্যে বলিউডের সুলতান সলমন খানের অবদান। তাঁর একটি মন্তব্যই যাবতীয় জল্পনার সূত্রপাত। ব্যাপারটা কী? একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নিজের নতুন ছবি ‘ভেড়িয়া’র প্রচার করতে সলমন সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ে গিয়েছিলেন বরুণ। সঙ্গে নায়িকা কৃতী স্যাননও ছিলেন। সেখানে সলমনের সঞ্চালনাতেই একটি গেম খেলেন তাঁরা। চোখ বন্ধ অবস্থায় ছুঁয়ে চিনতে হবে, এমন জিনিস বরুণ ও কৃতীর হাতে দেন সলমন। তা ঠিকঠাকভাবেই চিনে ফেলেন নায়ক-নায়িকা।

খেলার সময় ব্যবহার করা ব্যাঘ্রশাবকের পুতুলটি সলমনের হাতে থেকে যায়। সেটি আচমকা বরুণ ধাওয়ানের হাতে তিনি দিয়ে দেন। বরুণ প্রশ্ন করে বসেন, পুতুল নিয়ে তিনি কী করবেন? উত্তরে ভাইজান বলে বসেন, ‘এটা তোমার বাচ্চার জন্য।’ সলমনের এই কাণ্ডে লাজুকভাবে হেসে বরুণ বলেন, ‘বাচ্চা তো এখনও হয়নি।’ তার উত্তরে আবার সলমন বলেন, “পুতুল পেয়ে গিয়েছো এবার বাচ্চাও এসে যাবে।”

সলমনের এমন মন্তব্যেই নতুন জল্পনা শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে তাহলে কি এবার বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা প্রথম সন্তানের অপেক্ষায়? নাকি নিছক মজার ছলেই দুই অভিনেতার মধ্যে এই কথোপকথন হয়েছে? কারণ যাই হোক না কেন বরুণের ঘরেও যদি ছোট্ট অতিথির আগমন হয় তাহলে তাঁর অনুরাগীরা খুশিই হবেন।

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সলমনের মন্তব্যেই নতুন জল্পনা শুরু

আপডেট টাইম : ০৬:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

বলিউডের অন্দরে খুশির আবহ। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ের মা হয়েছেন বিপাশা বসুও। দুই অভিনেত্রীর আগে আবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর । এবার কার পালা? এই প্রশ্নের উত্তরে আচমকাই শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের নাম। কিন্তু কীভাবে?

এর নেপথ্যে বলিউডের সুলতান সলমন খানের অবদান। তাঁর একটি মন্তব্যই যাবতীয় জল্পনার সূত্রপাত। ব্যাপারটা কী? একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নিজের নতুন ছবি ‘ভেড়িয়া’র প্রচার করতে সলমন সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ে গিয়েছিলেন বরুণ। সঙ্গে নায়িকা কৃতী স্যাননও ছিলেন। সেখানে সলমনের সঞ্চালনাতেই একটি গেম খেলেন তাঁরা। চোখ বন্ধ অবস্থায় ছুঁয়ে চিনতে হবে, এমন জিনিস বরুণ ও কৃতীর হাতে দেন সলমন। তা ঠিকঠাকভাবেই চিনে ফেলেন নায়ক-নায়িকা।

খেলার সময় ব্যবহার করা ব্যাঘ্রশাবকের পুতুলটি সলমনের হাতে থেকে যায়। সেটি আচমকা বরুণ ধাওয়ানের হাতে তিনি দিয়ে দেন। বরুণ প্রশ্ন করে বসেন, পুতুল নিয়ে তিনি কী করবেন? উত্তরে ভাইজান বলে বসেন, ‘এটা তোমার বাচ্চার জন্য।’ সলমনের এই কাণ্ডে লাজুকভাবে হেসে বরুণ বলেন, ‘বাচ্চা তো এখনও হয়নি।’ তার উত্তরে আবার সলমন বলেন, “পুতুল পেয়ে গিয়েছো এবার বাচ্চাও এসে যাবে।”

সলমনের এমন মন্তব্যেই নতুন জল্পনা শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে তাহলে কি এবার বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা প্রথম সন্তানের অপেক্ষায়? নাকি নিছক মজার ছলেই দুই অভিনেতার মধ্যে এই কথোপকথন হয়েছে? কারণ যাই হোক না কেন বরুণের ঘরেও যদি ছোট্ট অতিথির আগমন হয় তাহলে তাঁর অনুরাগীরা খুশিই হবেন।