মাহামুদুন নবী:
মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২। তিনি ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিন ব্যাপী ডিজিটাল মেলায় ৪১- টি স্টল স্থান পেয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সুবাহান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভাবনী চিন্তা নিয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী মোঃ আশরাফুল মুন্সি ও কলেজ পর্যায়ে শিক্ষার্থী তাহেরা ইয়াসমিন। সবশেষে অতিথিবৃন্দ ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।