কুষ্টিয়া প্রতিবেদক :
কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের ছাদে পাঁচ ছাত্রীর ধূমপানের দৃশ্য ফোনে ভিডিও করেন দুই লম্পট শিক্ষক। এরপর ওই ছাত্রীদের ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। সে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, তিনি ঘটনার সময়ে বিদ্যালয়ের বাইরে ছিলেন। বিকাল সাড় পাঁচটার দিকে ঘটনাটি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি|
এই ঘটনায় ৮ ই আগস্ট আনুমানিক দুপুর 2 টায় কুমারখালি উপজেলার, কয়া ইউনিয়নের
৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ গাজীর নেতৃত্বে প্রধান শিক্ষক, মো: আব্দুর রশিদ বিশ্বাস কে শারীরিক ভাবে নির্যাতন করে|
কুমারখালি উপজেলার, কয়া ইউনিয়নের “সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: আব্দুর রশিদ বিশ্বাস কে শারীরিক ভাবে নির্যাতনকারীদের, বাংলাদেশ শিক্ষক সমিতি, কুষ্টিয়া জেলা শাখা, সদর উপজেলা শাখা ও ” দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল ” এর পক্ষ থেকে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছে। এর প্রতিবাদে আগামী ৯ আগস্ট সকাল ১১টায় উক্ত স্কুলে “মানব বন্ধন” হবে , দলমত নির্বিশেষে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সমরথক গোষ্ঠী।