ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন মীমাংসিত সম্পত্তি দাম বেড়ে যাওয়ায় পূর্ণরায় দখলের পাঁয়তারা কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার কালিয়াকৈরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত আদমদীঘিতে উপজেলা ও জেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্নীতি ও লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর- উপদেষ্টা আসিফ অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

অশ্রাব্য উক্তি করে দ্বায়িত্বরত সাংবাদিকদের হুমকি দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি :
‘আস্তে কথা কন মানে? আমি জাকির কথা বলিই এইভাবে। আপনাগের মতো তিনদিনের সাংবাদিকরে আমি বালেও দাম দেইনে।’
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোর্ড অফিসের পাশেই জমিজমা নিয়ে বিবাদে দুই ভাইয়ের মারামারির বিষয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে তার বক্তব্য জানতে চাইলে তিনি এভাবেই চরম অসৌজন্যমূলক অসাদাচারণ ও দম্ভোক্তি করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে রায়পুর ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের অফিস কক্ষে। ‘আপনারা যানতো, যা পারেন লেইখে দিয়েন, বের হন, এক্ষনি বের হন।’ প্যান্টের জিপার দেখিয়ে বলেন, আপনাগে মতো সাংবাদিকগে চ্যাটেরও দাম দেইনে আমি। এসবই খুচোয় বেড়ান আপনারা’ গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এভাবেই দম্ভোক্তি করতে দেখা যায় এই ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে।
ঘটনার বিবরণে জানা যায়, রায়পুর বোর্ড অফিসের পাশেই মৃত আব্দুল হাই কাজীর তিন সন্তানের মধ্যে এজমালি (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এদের মধ্যে বড় সন্তান কাশেম কাজী ছোট ভাই কাজী ইউনুস কাজীর চলাচলের পথে দুইপাশে বড় বড় গর্ত কেটে প্রতিবন্ধকতা তৈরি করেন।
আজ বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এতে বড় ভাই কাশেম কাজী বাঁশ দিয়ে আঘাত করলে ছোটজন ইউনুসের মাথা ফেটে যায়। অপরপক্ষে কাশেম কাজীও তাকে মারপিট করা হয় বলে অভিযোগ করেন। দুই ভাই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে একই ওয়ার্ডের পাশাপাশি দুই বেডে তাদের ভর্তি করা হয়। খবর পেয়ে ফরিদপুর থেকে সাংবাদিকেরা এ বিষয়ে তথ্য জানতে সেখানে যান। এরপর তারা পারিবারিক জমিজমা নিয়ে বিবাদের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামে যান।
সেখানে আহত দুই সহোদরের মায়ের বক্তব্য নেন। তাদের বয়োবৃদ্ধ মা আমেনা বেগম (৮০) বলেন, বড় সন্তান কাশেম কাজী ছোট সন্তান ইউনুস কাজীর বাড়িতে চলাচলের পথে বাঁধা দেন বলে তিনি তার ভাগের ৬ শতাংশ জমি ছোট ছেলের নামে দলিল করে লিখে দিয়েছেন। এরপর থেকে বড় সন্তান ও মেঝো সন্তান দুজনে মিলে ছোটজনের বিরুদ্ধে লেগেছে। তারা রাস্তার উপর বড় বড় গর্ত খনন করে, ইট ও গোবর রেখে চলাচলে বাধা দিচ্ছে। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার অনেকবার সালিশ করে দিছে। কিন্তু বড়জন মানে নাই।
এ তথ্য জানতে পেরে রাস্তার পাশেই অবস্থিত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যান সাংবাদিকেরা। সেখানে অফিস কক্ষের মধ্যে তিনচারজনকে নিয়ে ধুমপান ও সিগারেট খেতে দেখা যায় তাদের। এসময় সাংবাদিকেরা তাদের পরিচয় দিয়ে দুই ভাইয়ের বিবাদের বিষয়টি জানতে চাইলে একেবারে শুরু থেকেই উত্তেজিত হয়ে উঠেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। রাগান্বিত কন্ঠে বলেন, আমি এ বিষয়ে আপনাদের কিছুই বলবোনা৷ এসময় উপস্থিত সাংবাদিকেরা তাকে বলেন, আপনি উত্তেজিত হবেন না। আমরা কারো পক্ষবিপক্ষে কিছু জানতে চাইছনা। এ বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না, এ কথাটুকুই ক্যামেরার সামনে বলেন। এ কথা শুনে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তিনি উল্টো আরো উত্তেজিত হয়ে অশ্রাব্য উক্তি করতে থাকেন। এবং শেষে বলেন, আপনি যাবেন নাকি? যান বাইরেয় যান এখনই।
এদিকে, ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে রাস্তায় উঠে দেখা যায় সেখানে একটি হাইয়েজ মাইক্রোবাস দাড়িয়ে। উপস্থিত দুজন জানান, ওই গাড়ি থেকে সাত আটজন যুবক নেমে কাশেম কাজীর বাড়িতে প্রবেশ করেছে। এনিয়ে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

অশ্রাব্য উক্তি করে দ্বায়িত্বরত সাংবাদিকদের হুমকি দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান

আপডেট টাইম : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ফরিদপুর প্রতিনিধি :
‘আস্তে কথা কন মানে? আমি জাকির কথা বলিই এইভাবে। আপনাগের মতো তিনদিনের সাংবাদিকরে আমি বালেও দাম দেইনে।’
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোর্ড অফিসের পাশেই জমিজমা নিয়ে বিবাদে দুই ভাইয়ের মারামারির বিষয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে তার বক্তব্য জানতে চাইলে তিনি এভাবেই চরম অসৌজন্যমূলক অসাদাচারণ ও দম্ভোক্তি করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে রায়পুর ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের অফিস কক্ষে। ‘আপনারা যানতো, যা পারেন লেইখে দিয়েন, বের হন, এক্ষনি বের হন।’ প্যান্টের জিপার দেখিয়ে বলেন, আপনাগে মতো সাংবাদিকগে চ্যাটেরও দাম দেইনে আমি। এসবই খুচোয় বেড়ান আপনারা’ গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এভাবেই দম্ভোক্তি করতে দেখা যায় এই ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে।
ঘটনার বিবরণে জানা যায়, রায়পুর বোর্ড অফিসের পাশেই মৃত আব্দুল হাই কাজীর তিন সন্তানের মধ্যে এজমালি (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এদের মধ্যে বড় সন্তান কাশেম কাজী ছোট ভাই কাজী ইউনুস কাজীর চলাচলের পথে দুইপাশে বড় বড় গর্ত কেটে প্রতিবন্ধকতা তৈরি করেন।
আজ বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এতে বড় ভাই কাশেম কাজী বাঁশ দিয়ে আঘাত করলে ছোটজন ইউনুসের মাথা ফেটে যায়। অপরপক্ষে কাশেম কাজীও তাকে মারপিট করা হয় বলে অভিযোগ করেন। দুই ভাই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে একই ওয়ার্ডের পাশাপাশি দুই বেডে তাদের ভর্তি করা হয়। খবর পেয়ে ফরিদপুর থেকে সাংবাদিকেরা এ বিষয়ে তথ্য জানতে সেখানে যান। এরপর তারা পারিবারিক জমিজমা নিয়ে বিবাদের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামে যান।
সেখানে আহত দুই সহোদরের মায়ের বক্তব্য নেন। তাদের বয়োবৃদ্ধ মা আমেনা বেগম (৮০) বলেন, বড় সন্তান কাশেম কাজী ছোট সন্তান ইউনুস কাজীর বাড়িতে চলাচলের পথে বাঁধা দেন বলে তিনি তার ভাগের ৬ শতাংশ জমি ছোট ছেলের নামে দলিল করে লিখে দিয়েছেন। এরপর থেকে বড় সন্তান ও মেঝো সন্তান দুজনে মিলে ছোটজনের বিরুদ্ধে লেগেছে। তারা রাস্তার উপর বড় বড় গর্ত খনন করে, ইট ও গোবর রেখে চলাচলে বাধা দিচ্ছে। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার অনেকবার সালিশ করে দিছে। কিন্তু বড়জন মানে নাই।
এ তথ্য জানতে পেরে রাস্তার পাশেই অবস্থিত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যান সাংবাদিকেরা। সেখানে অফিস কক্ষের মধ্যে তিনচারজনকে নিয়ে ধুমপান ও সিগারেট খেতে দেখা যায় তাদের। এসময় সাংবাদিকেরা তাদের পরিচয় দিয়ে দুই ভাইয়ের বিবাদের বিষয়টি জানতে চাইলে একেবারে শুরু থেকেই উত্তেজিত হয়ে উঠেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। রাগান্বিত কন্ঠে বলেন, আমি এ বিষয়ে আপনাদের কিছুই বলবোনা৷ এসময় উপস্থিত সাংবাদিকেরা তাকে বলেন, আপনি উত্তেজিত হবেন না। আমরা কারো পক্ষবিপক্ষে কিছু জানতে চাইছনা। এ বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না, এ কথাটুকুই ক্যামেরার সামনে বলেন। এ কথা শুনে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তিনি উল্টো আরো উত্তেজিত হয়ে অশ্রাব্য উক্তি করতে থাকেন। এবং শেষে বলেন, আপনি যাবেন নাকি? যান বাইরেয় যান এখনই।
এদিকে, ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে রাস্তায় উঠে দেখা যায় সেখানে একটি হাইয়েজ মাইক্রোবাস দাড়িয়ে। উপস্থিত দুজন জানান, ওই গাড়ি থেকে সাত আটজন যুবক নেমে কাশেম কাজীর বাড়িতে প্রবেশ করেছে। এনিয়ে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়।