নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
নওগাঁয় পিতার সম্পত্তির নায্য ভাগ পেতে আপন ভাই’র বিরুদ্ধে ৫ বোন সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে নওগাঁ জেলা শহরের রজাকপুর ট্রাক ট্রারমিনাল সংলগ্ন দাবীকৃত জমিতে এ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৃত: অছির উদ্দিনের পাঁচ কন্যা ১। আনোয়ারা বেওয়া ২। জাহানারা ইসলাম ৩। শেলিমা বেগম ৪। মনোয়ারা বেগম ও ৫। শরিফুন নেছা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমার বাবার আপন ভাই আব্দুর রশিদ নূরুল ইসলাম এবং ০৫ (পাঁচ) কন্যা সহ বাবা ও মায়ের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশ আমাদের ভাই হাবিবুর রহমান জোর পূর্বক আনুমানিক ৩০ শহঃ সম্পত্তি ভোগ দখল করিয়া আসিতেছে। আমরা নওগাঁ পৌরসভায় বারংবার মেয়র ও কাউন্সিলর এর এবং গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ উভয় পক্ষদ্বয়ের বিজ্ঞ আইনজীবির মাধ্যমে মৌখিক ভাবে অভিযোগ স্বীকার করার পরে তাহার নিকট ওয়ারিশান অংশ থাকা স্বর্তেও তা দিতে অস্বিকার করায় আদালতে মামলা করা হয় যাহার মামলা নং ৪৬/২০২৩ এর উক্ত মামলায় নিষেধাজ্ঞা থাকার পরেও তাহারা মামলার কোন তোয়াক্কা না করে তাহার জামাই শেখ ইসমাইল হোসেন বাবু, শামিম হোসেন, (৩) সজল হোসেন, সন্ত্রাসী বাহিনী লইয়া অবৈধ নির্মান কাজ শুরু করে।
বর্তমানে আমাদের ওয়ারিশ বর্গদের ছেলেমেয়েদের মুঠো ফোনের মাধ্যমে শেখ ইসমাইল হোসেন বাবু বারংবার ভয় ভিতি শ্রদর্শন করে এবং স্থানীয় কাউন্সিলর ও তাহার পরিবারকে বিভিন্ন ভাবে সন্মানহানী করার চেষ্ঠা করছে। তাই আজকে মিডিয়ার মাধ্যমে আদালতের নিকট ন্যায় বিচার প্রর্থনা করছি।