নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মৎস্য সংরক্ষণ আইন (১৯৫০) ধারায় চায়না দুয়ারী জাল বন্ধ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬মে ২৪) ১১টার দিকে সিরাজদিখান উপজেলার উত্তর তাজপুর , দানিয়াপড়া, কুমপাড় ব্রীজ সংলগ্ন খালে এ অভিযান পরিচালনা করেন, সিরাজদিখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা। অভিযান পরিচালনার সময় ১০টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। উদ্বারকৃত ১হাজার ফুট জাল আগুন দিয়ে পুরিয়ে ফেলা হয়।
অভিযানে সিরাজদিখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা বলেন, মৎস্য সংরক্ষণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।