নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।
গত রবিবার উপজেলার কোলা ইউনিয়নের কোলা ভিলেজ পার্ক সংলগ্ন মসজিদের পাশে একটি জমি বিনা অনুমতিতে ভরাট হচ্ছে বলে খবর পায় সাংবাদিকেরা। পরে সেখানে দৈনিক খোলা কাগজ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি আজাদ নাদভী ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাদিম হায়দার সেই তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে বালু ভরাটের ঠিকাদার দক্ষিণ রক্ষিতপারা গ্রামের মৃত রফিক গাজীর ছেলে রাহাত গাজী (৩০) ও তার চাচা মৃত কোব্বাত গাজীর ছেলে মারুফ গাজী (৬০) সাংবাদিকদের সাথে অশোভনীয় আচরন শুরু করেন। এক পর্যায়ে রাহাত কাজী সাংবাদিকের মোটর সাইকেলের চাবি নিয়ে যায় ও বলে এখানে কে পাঠিয়েছে? না বললে চাবি দিবো না বলে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন এবং হঠাৎ পকেট থেকে ফোন বের করেই রাহাত গাজী ভিডিও ধারন করে তিনি বলতে থাকেন সাংবাদিকরা সেখানে ১ লক্ষ টাকা চাঁদা চেয়েছে। পরে সেখানে কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নোবেল হাওলাদার উপস্থিত হয়ে সাংবাদিকের মোটর সাইকেলের চাবি উদ্ধার করে তাদের সেখান থেকে পাঠিয়ে দেন।বিষয়টি নিয়ে উক্ত জায়গার মালিক শাজাহান লস্কর কে ফোন দিলে তিনি ঘটনার বিষয়ে কোন কথা না বলেই দ্রুত ফোন কেটে দেন। রাহাত গাজীকে ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন এই জায়গা আমার না আমি এখানে কিছুই না বলে ফোনটি রেখে দেন। এ বিষয়ে সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আপন মাসুদ বলেন বর্তমানে দেখতে পারতেছি সাংবাদিকদের উপরে জঘন্যভাবে হামলা করার চেষ্টা হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে সতর্ক করে বলছি আপনারা অপকর্ম করবেন আর তা সাংবাদিকতুলে ধরতে পারবে না এটা তো হতে পারবেনা। সাংবাদিক তাদের কাজ করবেই তাই আপনারা সাবধান হয়ে যান।