ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে গ্রেটার ফ্লেমিংগো পাখি অবমুক্ত নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চালবাজী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর পিএসটিসিতে সুফাসেক প্রকল্পে শিশুদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে প্রশাসন ক্যাডার বাদ দিয়ে উচ্চ শিক্ষিত অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দিলো জনতা এলেঙ্গা পৌর বিএনপির তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরে বেতন ভাতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৯টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বড় বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশ বন্ধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে, শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানায় প্রবেশ করে।
সকাল ৯টার দিকে ছাড়া হাজীর পুকুর এলাকায় ফুল ইভার বিডি লি: কারখানার প্রায় ৫শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে বন্ধ থাকায় রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফুল ইভার বিডি লি: লেদার কারখানা শ্রমিক মো. আব্দুল জলিল জানান, গত দুই মাস যাবৎ আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। গত কয়েক দিন যাবৎ একাধিকবার বেতনের কথা বলা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারনে সকাল থেকে মহাসড়কে নামতে বাধ্য হয়েছি।
এছাড়াও, দুপুর ২টার পর গাজীপুরের কালিয়াকৈর ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কারখানায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড নামক ঔষধ উৎপাদনকারী কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।
এর আগে গত সোমবার বিকেলে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানায় শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবি গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ঘোষনা করেন।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ প্রায় ২৫০ জন শ্রমিক কারখানার সামনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করতে থাকে। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, পুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে ফের অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক বলেন, আজ বুধবার আমাদের দাবিগুলো মেনে নেবার কথা ছিলো। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পাই।কারখানার নিরাপত্তাকর্মী জানায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউই কাজে যোগ দেন নি। এটি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমরা বিক্ষোভ করবো।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। কারখানার কোন কর্মকর্তা আজ কাজে যোগ দেয়নি। আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তিনি আরো জানান, বুধবার বিকেলে অধিকাংশ কারখানায় বেতন ভাতা দেওয়া হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে গ্রেটার ফ্লেমিংগো পাখি অবমুক্ত

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরে বেতন ভাতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৯টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বড় বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশ বন্ধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে, শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানায় প্রবেশ করে।
সকাল ৯টার দিকে ছাড়া হাজীর পুকুর এলাকায় ফুল ইভার বিডি লি: কারখানার প্রায় ৫শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে বন্ধ থাকায় রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফুল ইভার বিডি লি: লেদার কারখানা শ্রমিক মো. আব্দুল জলিল জানান, গত দুই মাস যাবৎ আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। গত কয়েক দিন যাবৎ একাধিকবার বেতনের কথা বলা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারনে সকাল থেকে মহাসড়কে নামতে বাধ্য হয়েছি।
এছাড়াও, দুপুর ২টার পর গাজীপুরের কালিয়াকৈর ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কারখানায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড নামক ঔষধ উৎপাদনকারী কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।
এর আগে গত সোমবার বিকেলে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানায় শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবি গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ঘোষনা করেন।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ প্রায় ২৫০ জন শ্রমিক কারখানার সামনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করতে থাকে। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, পুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে ফের অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক বলেন, আজ বুধবার আমাদের দাবিগুলো মেনে নেবার কথা ছিলো। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পাই।কারখানার নিরাপত্তাকর্মী জানায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউই কাজে যোগ দেন নি। এটি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমরা বিক্ষোভ করবো।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। কারখানার কোন কর্মকর্তা আজ কাজে যোগ দেয়নি। আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তিনি আরো জানান, বুধবার বিকেলে অধিকাংশ কারখানায় বেতন ভাতা দেওয়া হয়েছে।