ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে দেড় যুগ পর প্রকাশ্যে শিবিরের কর্মী সমাবেশ আওয়ামীলীগ নেতার পুত্র গণপূর্তের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল এখনো বহাল তবিয়তে ঢাকায়! মালা খানের বিচার? ঘুসের হার নির্ধারণ করা এসিল্যান্ড মাসুদুরকে দায় থেকে মুক্তি ১১ কোটি টাকার অবৈধ সম্পদ: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে গ্রেটার ফ্লেমিংগো পাখি অবমুক্ত নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চালবাজী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর পিএসটিসিতে সুফাসেক প্রকল্পে শিশুদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে প্রশাসন ক্যাডার বাদ দিয়ে উচ্চ শিক্ষিত অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি

অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

শিক্ষার্থীদের দাবির পক্ষে আন্দোলন
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অভাবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মহাসড়কে যানজট ও যাত্রীদের দুর্ভোগ
অবরোধের ফলে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

প্রশাসনের সাথে বৈঠক
অবরোধ শেষে দুপুর ১টা ৩০ মিনিটে, কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিসবাহ উল হক,মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান,দিলরোবা ট্রীম সাথে বিটেকের কনফারেন্স রুমে এক ঘন্টার বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি:
শিক্ষার্থীরা বৈঠকে দাবি করেন, অধ্যক্ষের নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষাব্যবস্থা কার্যকর করা কঠিন। তারা অবিলম্বে একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানান। প্রশাসন তাদের আশ্বাস দিয়ে বলেছে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে দেড় যুগ পর প্রকাশ্যে শিবিরের কর্মী সমাবেশ

অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

শিক্ষার্থীদের দাবির পক্ষে আন্দোলন
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অভাবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মহাসড়কে যানজট ও যাত্রীদের দুর্ভোগ
অবরোধের ফলে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

প্রশাসনের সাথে বৈঠক
অবরোধ শেষে দুপুর ১টা ৩০ মিনিটে, কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিসবাহ উল হক,মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান,দিলরোবা ট্রীম সাথে বিটেকের কনফারেন্স রুমে এক ঘন্টার বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি:
শিক্ষার্থীরা বৈঠকে দাবি করেন, অধ্যক্ষের নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষাব্যবস্থা কার্যকর করা কঠিন। তারা অবিলম্বে একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানান। প্রশাসন তাদের আশ্বাস দিয়ে বলেছে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।