শাহ আলম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার, ০৭ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতার প্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়ে অংশগ্রহণকারীরা পূজা উদযাপনে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।