মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড় জেলা জজ কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বাতিলের দাবিতে দশ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচেতন পঞ্চগড়বাসী ও শিক্ষার্থীবৃন্দ ব্যানারে জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মেধাবী ও পঞ্চগড় জেলাসহ অন্যান্য জেলার প্রার্থীদের প্রধান্য না দিয়ে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া তথা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে ও ক্ষমতার দাপট দেখিয়ে এই নিয়োগটি সম্পূর্ণ করা হয়।
বক্তারা আরও বলেন, পঞ্চগড় জেলা জজকোর্টে কাজ করার কোনো রকম দক্ষতা নেই- এমন ব্যক্তিদের ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপ রয়েছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হোক।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি প্রদান করেন।