মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড়-
নিয়োগ বাণিজ্য, কাগজপত্রে জালিয়াতি, মাদরাসা ফান্ডের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বেতন সংক্রান্ত এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে এমপিও সংক্রান্ত নোটিশ থেকে বিষয়টি জানা যায়।
গত ১ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালকের বরাবর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে উঠা দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে তার বেতন-ভাতার এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না, সেটার সন্তোষজনক জবাব দিতে বলা হয়।
এ বিষয়ে লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।