নিজস্ব প্রতিনিধি- গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ড ফাউকাল গ্রামের রাস্তার নির্মনাধীন বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার হুমকি ও হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়া ও রাজু বাড়ৈ ৪ জনকে বিবাদী করে সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- স্থানীয় মৃত মন্টু কোরাইয়ার ছেলে লিটন কোরাইয়া (৪৮), মেয়ে নিলি কোরাইয়া (৪৬) ও আরেক মেয়ে সাগরি কোরাইয়া (৪৪) এবং মৃত মন্টু কোরাইয়া স্ত্রী মিনা কোরাইয়া (৬৭)। অভিযোগ সূত্রে জানা যায়, ফাকাইল মৌজাস্থিত এসএ ৩৭, আরএস ৪৬নং খতিয়ানে- সিএস ও এসএ ৩২, আরএস ১/১৫৯ নং দাগে ০১ একর ১৬ শতাংশের কাতে ০১.৬৫ শতাংশ জমি সদর সাব রেজিঃ সাফ কবলা দলিল নং-১২৪৬৩ মুলে ক্রয় করে জমির সীমানা নির্ধারন ও বাউন্ডারী নির্মান করে ভোগদখলে আছেন। এতে উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়ার প্রতিবেশী লিটন কোরাইয়া গংরা তাদের জমি ও বাড়ীতে যাতায়াতের নির্ধারিত রাস্তা থাকার পরেও অবৈধভাবে জোরপুর্বক উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়ার ও সাইমন রাজু বাড়ৈ এর ভোগদখলীয় জমির সীমানা বাউন্ডারী ভেঙে তাদের চলাচলের আরেকটি রাস্তা তৈরীর অপচেষ্টা চালায়। এতে তাদের অন্যায় অপচেষ্টার প্রতিবাদ করলে তারা নানা ভাবে খুন জখমের হুমকি প্রদান করে। গত ৮নভেম্বর রাতে বিবাদীরা সন্ত্রাসী বাহিনী নিয়ে উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়ার ও সাইমন রাজু বাড়ৈ এর নির্মানাধীন বাউন্ডারি ভেঙে ফেলার চেষ্টা করে। পরবর্তী ০১৩০৪১৮৮৭৮২ এই নাম্বার থেকে মামুন নামের এক ব্যক্তি উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়াকে বাউন্ডারি ভেঙে ফেলতে হুমকি-ধামকি দেয়। হুমকির পর উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়া ও রাজু বাড়ৈ তাদের পরিবার বাড়িতে আতঙ্কে বসবাস করছে।
সরজমিনে গেলে ভুক্তভোগী রাজু বাড়ৈ বলেন, বিগত ১২ বছর পূর্বে এখানে চলাচলের কোন রাস্তা ছিলনা। আমার পাশের জমির মালিক মাইনুদ্দিনের কাছ থেকে আমরা তিন পরিবার মিলে সাফ কবলা মূলে ০১.৬৫ শতাংশ জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তা নির্মান করি এবং গত সপ্তাহে সেই জমিতে বাউন্ডারি নির্মান করি। নির্মানের পর অভিযুক্ত বিবাদীগন স্থানীয় কিছু বখাটে সন্ত্রাসী দ্বারা বাউন্ডারি ভেঙে ফেলা ও নানা ভাবে হত্যার হুমকি দিচ্ছে। এসময় তারা আমাদের নানান ভাবে মানসিক হেনস্থা করে।
রাজু বাড়ৈ আরও বলেন, লিটন গংদের বাড়ির দলিলে পূর্ব দিকে দেড় ফিট চলাচলের রাস্তা বলবৎ থাকা সত্বেও আমাদের নির্মিত রাস্তা দিয়ে তারা জোরপূর্বক চলাচল করছে। এ বিষয়ে নিয়ে এলাকার ব্যক্তিবর্গ নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধানে আসেনি লিটন গং।
এ বিষয়ে স্থানীয় হারুন মিয়া, শহিদুল ইসলাম ও সুকুমার কোরাইয়া বলেন, উজ্জ্বল প্যাট্রিক কোরাইয়া ও রাজু বাড়ৈ
রাস্তা নিয়ে বেশ কিছুদিন যাবত এলাকার ব্যক্তিবর্গ নিয়ে সালিশ বৈঠকে লিটন গং সিদ্ধান্ত মেনে নিয়ে বাড়ি গিয়ে তারা সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়ে নতুন করে ঝামেলা সৃষ্টি করে।
সদর থানার তদন্তকারী কর্মকর্তা জাবেদ বলেন, এ বিষয়টি নিয়ে আমরা বার বার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। যেহতেু এবিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধানন্তই চুড়ান্ত সিদ্ধান্ত।
শিরোনাম :
গাজীপুরে নির্মানাধীন বাউন্ডারি ভেঙে ফেলার হুমকি ও হেনস্থার অভিযোগ
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- ৭৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ