আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার আদমদীঘির গোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আদমদীঘি গোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নওগাঁ কেডির মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, রবিবার সকালে শিক্ষক প্রতিনিধি সন্মেলনে নওগাঁ থেকে মোটরসাইকেল করে রাজশাহীর উদ্দেশ্যে যান প্রধান শিক্ষক আব্দুর রহিম। পথেমধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছাতে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।