বরগুনা প্রতিনিধি-
বরগুনা শহরের খাকদন নদীর উত্তর পাড় ভুতমারা এলাকা থেকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ৮ কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার সময় গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম নিপু শিকদার ওরফে রিপন শিকদার। সে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ভুতমারা গ্রামের নির্মল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বরগুনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসেন এব্যাপারে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ উপ পরিদর্শক বিকাশ কর্মকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় ভুতমারা গ্রাম থেকে নিপু শিকদার ওরফে রিপন শিকদারকে বাড়ির উঠান থেকে হাতেনাতে গাঁজার বস্তা সহ আটক করা হয়। এসময় জব্দ কৃত বস্তায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
ডিবির অফিসার ইনচার্জ আরো বলেন জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকার ওপরে। আটককৃত মাদক কারবারির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছ।