এমামুল,আদমদিঘী–
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীব কুমারের কর্মদক্ষতায় প্রান ফিরে পেল মোছা:কামরুন নাহার(৫৫) নামের এক ভারসাম্যহীন নারী গাজীপুর জেলার, শ্রীপুর থানার,মাইজা পাড়ার স্হানীয় বাসিন্দা বলে জানা যায় তার ছেলে কামরুজ্জামান এর কাছে হস্তান্তর করা হয়েছে।
স্হানীয় সুত্রে জানা যায় (১৫ ফেব্রুয়ারি ২৫ইং) শনিবার বিকেল ৪টায় ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণ পাড়ায় রেললাইনের উপর শুয়ে ছিল ঐ নারী এলাকাবাসী পুলিশের সহযোগিতা চাইলে দ্রুত ঘটনা স্থলে যান উপ-পুলিশ পরিদর্শক প্রদীব কুমার তাঁর কর্মদক্ষতায় ভারসাম্যহীন নারীকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে ১ঘন্টার মধ্যে পরিচয় শনাক্ত করে পরিবার এর কাছে হস্তান্তর করেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক প্রদীব কুমার জানান, বাংলাদেশ পুলিশ জনগণের সেবায় সর্বদা রয়েছে খবর পেয়ে ঘটনা স্থল থেকে ভারসাম্যহীন নারীকে উদ্ধার করি এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করি আমি তদন্তে পেয়েছি ভারসাম্যহীন নারী গত ১২ দিন আগে পরিবারের উপর রাগ করে বেড়িয়ে এসেছে বয়স্ক মহিলাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে অনেক ভালো লেগেছে বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়জিত।