সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির লিঃ এর বিশেষ সাধারণ সভায় ব্যবস্হাপনা কমিটির নির্বাচনে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরের রূপনগরস্হ সোনার বাংলা সমিতির নিজস্ব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
বিশেষ সাধারন সভায় নির্বাচন কমিটির সভাপতি ও পল্লবী জোনের মেট্রো থানা সমবায় সমিতির অফিসার তানভীর মাসুদুল হাসান উপস্থিত হয়ে নব নির্বাচিত এ কমিটি ঘোষণা দেন।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন,
সভাপতি- শফিকুর রহমান মামুন, সহসভাপতি- আব্দুল হাই খোকন আলী মাদবর, সাধারন সম্পাদক- মিসেস রোকেয়া বেগম, কোষাধ্যক্ষ- মিলাদুন নবী (মিল্লাত), সদস্যবৃন্দ- আবদুল মান্নান, মোঃ আলাউদ্দিন, মীর নওশের আলী, মোঃ ওবায়দুর রহমান, মজিবুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ মীর মোশারফ হোসেন, একেএম জহিরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক তৌহিদুর রহমান, নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ হাসনাত আলী খান প্রমুখ।
এরপরে এক অনুষ্ঠানে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কমিটির সদস্যবৃন্দরা নব নির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেন।