ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় শফিউল বারির পঞ্চম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে মহম্মদপুরে ক্লাবের জায়গায় এখন গরুর গোয়াল! দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: আমিনুল হক বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান! পটুয়াখালীতে সড়কের বেহাল অবস্থা, ২০ টাকার ভাড়া গুনতে হয় ৫০ টাকা ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি – আমিনুল হক রূপনগরে বিএনপি নেতা মনিরুজ্জামান ও হান্নানের ১২ লাখ টাকা চাঁদাবাজি! মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদ সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানায় জিডি করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা‌ আসিফ। ছাত্রদল নেতা আসিফ এর স্ত্রী সাবিনা সুলতানা বাদী হয়ে বৃহস্পতিবার (১২ জুন )রাতে মনপুরা থানায় এই জিডি দায়ের করেন । যাহা মনপুরা থানার জিডি নং:৩৩২।

জিডি সূত্রে জানা যায়, ভোলার মনপুরায় ১২(জুন) বৃহস্পতিবার সকাল ৯.৩০শের দিকে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে ছাত্রদল নেতা আসিফের স্ত্রী সাবিনা সুলতানার ফেসবুক একাউন্টে ( তুমি বোন হও আর যা হও অল্প বয়সে বিধবা হওয়ার প্রস্তুতি নেও, অনন্ত তুমি তো জানো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কতটা ভয়ংকর) । এমন‌ কিছু বার্তার মাধ্যমে হুমকি প্রদর্শন করেন । এ সময়ে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে এসব বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান ।

জানা‌ যায় হুমকির শিকার হওয়া ছাত্রদল নেতা আসিফ ২নং‌ হাজির ইউনিয়ন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক। তিনি ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের এর ছেলে । অপর দিকে হুমকিদাতা অন্তর ফরাজী ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ফরাজীর ছোট ছেলে । আব্দুর রহিম ফরাজী উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ।

ছাত্রদল নেতা আসিফ সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীর ফেসবুক একাউন্টে মেসেজের মাধ্যমে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অন্তর ফরাজী, তিনি আরো বলেন অন্তর ফরাজীর বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বাবার নাম বেঁচে তারা নিরীহ মানুষের ওপর হামলা ,লুট এবং চাদাবাজি করে । আমি সচেতন মহল , বিএনপির নেতাকর্মী, এবং প্রসাশনের লোকদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শফিউল বারির পঞ্চম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি,জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আপডেট টাইম : ০৫:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানায় জিডি করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা‌ আসিফ। ছাত্রদল নেতা আসিফ এর স্ত্রী সাবিনা সুলতানা বাদী হয়ে বৃহস্পতিবার (১২ জুন )রাতে মনপুরা থানায় এই জিডি দায়ের করেন । যাহা মনপুরা থানার জিডি নং:৩৩২।

জিডি সূত্রে জানা যায়, ভোলার মনপুরায় ১২(জুন) বৃহস্পতিবার সকাল ৯.৩০শের দিকে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে ছাত্রদল নেতা আসিফের স্ত্রী সাবিনা সুলতানার ফেসবুক একাউন্টে ( তুমি বোন হও আর যা হও অল্প বয়সে বিধবা হওয়ার প্রস্তুতি নেও, অনন্ত তুমি তো জানো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কতটা ভয়ংকর) । এমন‌ কিছু বার্তার মাধ্যমে হুমকি প্রদর্শন করেন । এ সময়ে অন্তর ফরাজী নামক ফেসবুক একাউন্ট থেকে এসব বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানান ।

জানা‌ যায় হুমকির শিকার হওয়া ছাত্রদল নেতা আসিফ ২নং‌ হাজির ইউনিয়ন ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক। তিনি ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ আলাউদ্দিনের এর ছেলে । অপর দিকে হুমকিদাতা অন্তর ফরাজী ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ফরাজীর ছোট ছেলে । আব্দুর রহিম ফরাজী উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ।

ছাত্রদল নেতা আসিফ সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীর ফেসবুক একাউন্টে মেসেজের মাধ্যমে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অন্তর ফরাজী, তিনি আরো বলেন অন্তর ফরাজীর বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে বাবার নাম বেঁচে তারা নিরীহ মানুষের ওপর হামলা ,লুট এবং চাদাবাজি করে । আমি সচেতন মহল , বিএনপির নেতাকর্মী, এবং প্রসাশনের লোকদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই ।