ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে আওয়ামিলীগ নেতার কাছে প্রশাসন জিম্মি? মনপুরার ইতিহাসে রেকর্ড পরিমান বজ্রপাত :কাকড়া শিকারীর মৃত্যু সহ ৬ গরু মহিষের মৃত্যু মির্জাগঞ্জে অসহায় প্রতিবন্ধীকে চায়ের দোকান দিলেন নির্বাহী কর্মকর্তা লালনের তিরোধান দিবস জাতীয় দিবস ঘোষণায় কেন্দ্রীয় সাধুসংঘের অভিনন্দন বাউফলে মাদ্রাসার তালা ভেঙ্গে চেয়ার ও কাগজপত্র তছনছসহ লাঞ্ছিতের অভিযোগ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় গাজীপুর কালীগঞ্জে ট্রেন-অটোরিকশা সংঘর্ষ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই – কমিউনিকেশন স্টার এ্যাওয়ার্ড নৌ-অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসের নামে দুদকের মামলার অনুমোদন মাদারীপুরে সরকারী ক্ষমতার অপব্যবহার করে সমাজ সেবা কর্মকর্তা ও তার বেকার স্বামীর দাদাগিরি!

শওকত আলী ইমনের সুরে দিয়ামনি ই-কমিউনিকেশনের থিম সং

দেশের খ্যাতনামা সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন এবার তৈরি করতে যাচ্ছে হিরা সরকারের কথায় সংগঠনের থিম সং। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এর নেতৃত্বে রোববার সন্ধ্যায় সংগঠনের একটি প্রতিনিধি দল দেশের প্রখ্যাত সংগীত পরিচালকূ শওকত আলী ইমনের স্টুডিওতে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করতে যান।

আলোচনায় থিম সংয়ের কথা ও সুর নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান, থিম সংয়ের মূল বার্তা হবে মানবতা, নারী ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার সাহসকে ঘিরে।

থিম সংয়ের সম্ভাব্য কিছু অংশ তুলে ধরেন তিনি “জাগো জাগো, জেগে ওঠো ও নারী
আছি তোমারি পাশে,
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো,
দিয়ামনি আছে তোমারি কাছে…

তিনি আরও বলেন, “আমাদের সংগঠন শুধু নামমাত্র কোনো সংগঠন নয়, বরং নারী, শিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সাবা, জান্নাতুন নূর ও হীরা সরকার।

শওকত আলী ইমন থিম সং নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “দিয়ামনি ই-কমিউনিকেশন যে মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে, তা অনুকরণীয়। থিম সংয়ের মাধ্যমে সে বার্তা আরও শক্তিশালীভাবে মানুষের মাঝে পৌঁছে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই গানটির রেকর্ডিং এবং প্রকাশনা সম্পন্ন হবে।

ট্যাগস

নড়াইলে আওয়ামিলীগ নেতার কাছে প্রশাসন জিম্মি?

শওকত আলী ইমনের সুরে দিয়ামনি ই-কমিউনিকেশনের থিম সং

আপডেট টাইম : ০২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

দেশের খ্যাতনামা সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন এবার তৈরি করতে যাচ্ছে হিরা সরকারের কথায় সংগঠনের থিম সং। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এর নেতৃত্বে রোববার সন্ধ্যায় সংগঠনের একটি প্রতিনিধি দল দেশের প্রখ্যাত সংগীত পরিচালকূ শওকত আলী ইমনের স্টুডিওতে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করতে যান।

আলোচনায় থিম সংয়ের কথা ও সুর নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান, থিম সংয়ের মূল বার্তা হবে মানবতা, নারী ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার সাহসকে ঘিরে।

থিম সংয়ের সম্ভাব্য কিছু অংশ তুলে ধরেন তিনি “জাগো জাগো, জেগে ওঠো ও নারী
আছি তোমারি পাশে,
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো,
দিয়ামনি আছে তোমারি কাছে…

তিনি আরও বলেন, “আমাদের সংগঠন শুধু নামমাত্র কোনো সংগঠন নয়, বরং নারী, শিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সাবা, জান্নাতুন নূর ও হীরা সরকার।

শওকত আলী ইমন থিম সং নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “দিয়ামনি ই-কমিউনিকেশন যে মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে, তা অনুকরণীয়। থিম সংয়ের মাধ্যমে সে বার্তা আরও শক্তিশালীভাবে মানুষের মাঝে পৌঁছে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই গানটির রেকর্ডিং এবং প্রকাশনা সম্পন্ন হবে।