ইমরান হোসেন মনির-
বরগুনার মানবকল্যাণমূলক সংগঠন মানবিক বরগুনা আমতলী উপজেলা শাখা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সামাজিক কল্যাণ, দুর্যোগ মোকাবেলা, ত্রাণ বিতরণ এবং মানবিক কাজে বরগুনার মানুষের পাশে থেকে কাজ করে আসছে।
কমিটি গঠন অনুষ্ঠানটি ১০ আগস্ট বিকাল ৪.০০ ঘটিকায় আমতলী পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইমরান হোসেন মনির, প্রতিষ্ঠাতা, মানবিক বরগুনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
বিশেষ অতিথি ছিলেন, এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মানবিক বরগুনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, অলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মানবিক বরগুনা। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন এস এম মেহেদী হাসান, সমাজ কল্যান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মানবিক বরগুনা।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হোন, ইমরান হাওলাদার ইমন, যিনি স্থানীয় সমাজে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে নিবেদিত। সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন মোঃ রাসেল। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মোঃ সিফাত (সাধারণ সম্পাদক), মোঃ অলি উল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ জাহিদ (সহ যুগ্ম সাধারণ সম্পাদক), তৌফিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মোঃ ইমরান হোসেন মোহাস (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (অর্থ সম্পাদক), লিমন হাওলাদার (তথ্য ও প্রচার সম্পাদক)সহ অন্যান্য সদস্যরা।
মানবিক বরগুনার এই কমিটি আমতলী উপজেলায় মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে এবং মানুষের কল্যাণে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে মনে করছে উপজেলার সচেতন মহল।