নানান আয়োজনে মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পথসভা, বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি, বৃক্ষ রোপণ কর্মসূচি, পালন করা হয়।
গত ১৯ শে আগস্ট রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মির্জাগঞ্জ উপজেলার তিন রাস্তার মোড়ে নেতাকর্মীরা একত্রিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা দলের নেতার সম্বলিত হাতে ব্যানার, ফেস্টুন, প্লাকাড নিয়ে মিছিলে যোগ দেয়।
ব্যান্ড পার্টির বাশির সুর ঢোলের ধ্বনিতে নেতাকর্মীরা আনন্দ উল্লাসিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খলিলুর রহমান খলিল,
বাণিজ্য বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লিমন, গণশিক্ষা
বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, গোলাম মোস্তফা
সিনিয়র সহ-সভাপতি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী শাখা,
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন, ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোকলেস প্রমুখ,
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইলিয়াস হোসেন সদস্য সচিব, মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।