পাবনা জেলার বিভিন্ন ইটভাটায় নির্বিচারে গাছ কেটে কাঠ পোড়ানোর অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। জাতীয় দৈনিক খবর বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গত মঙ্গলবার একটি ট্রাকবোঝাই ১১ টন কাঠ জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা আব্দুল গফুর জানান, পরিবেশ বিধিমালা ভঙ্গ করে জেলার বেশ কিছু ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে গাছ কেটে কাঠ সংগ্রহ করছে। পরে এসব কাঠ ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
বন বিভাগের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আটক করা কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাকচালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ট্রাকটিও জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল মোমিন : 



















