নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিকী সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা শহরের পাইকারী কাঁচামাল বাজার মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র সমিতির চেয়ারম্যার মোকছেদ আলি মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর-ই-আলম মিঠু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, অত্র সমিতির সাবেক সভাপতি মোঃ আরমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক- আনছার আলী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান প্রমুখ।
সভায় সমিতির গত ৩ বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করা হয়।
এতে প্রধান অতিথির ও বিশেষ অতিথিদের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন সমিতির সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা সমিতির অগ্রসর বিষয়ে নানান দিক নির্দেশনার পাশাপাশি সমিতি ও সদস্যদের মান উন্নয়নে নানান দিক-নির্দেশনা তুলে ধরেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 












