নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন। মঙ্গলবার (২ডিসেম্বর ২৫) বিকেল মুন্সীগঞ্জ গজারিয়া হোসেন্দী গ্রামে তার নিজ বাড়িতে এ শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় গরিবদের খুব কষ্ট হচ্ছে তাই আমি আমার সাধ্য মত কিছু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেই। আমাদের সমাজে অসহায় গরিবদের প্রতি সকলের সুদৃষ্টি রাখা প্রয়োজন আমি সকল বিত্তশালীদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী গরিব অসহায়দের পাশে দাঁড়ান। আপনাদের দানের হাত বাড়িয়ে দিলে অসহায় লোকগুলো এই শীতে কিছুটা হলেও পরিত্রান পাবে।
উক্ত শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোসাঃ জাহানারা বেগম সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও হোসেন্দী গ্রামের যুব সমাজ। এসময় শীতবস্ত্র পেয়ে অসহায় লোকগুলো ফারুক হোসেনর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 












