সালমান রানা-
পাবনা শহরের ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে এক বিশাল ‘তরুণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, “বিগত বছরগুলোতে দেশবাসী দেখেছে কীভাবে ফ্যাসিবাদের চর্চা করা হয়েছে। তরুণ সমাজ আর কোনো বৈষম্য বা স্বৈরাচারী শাসন দেখতে চায় না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়ন করতে হলে তরুণদের সজাগ থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ ধারার রাজনীতির কোনো বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আশা করি, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তবে তারা যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। তিনি তরুণদের নৈতিক চরিত্র গঠন এবং সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমান। তিনি সমাবেশে আগত হাজারো তরুণ ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পাবনার রাজপথে তরুণদের এই উপস্থিতি প্রমাণ করে তারা পরিবর্তন চায়। তিনি দেশের ক্রান্তিলগ্নে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 





















