নাদিম হায়দার, মুন্সিগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১টায় সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় এবং নাইশিং গ্রামবাসীর আয়োজনে মরহুম আনোয়ার শৈয়াল মাদ্রাসার আঙিনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
হাজী আব্দুল মতিন শৈয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন,সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী ও স্পেন প্রবাসী শাহ আলম শেখ৷ আরোও উপস্থিত ছিলেন,মালখানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আখতারুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন৷
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন আমির ছৈয়াল,সার্বিক সহযোগিতা আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও মালখানগর ইউনিয়ন ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।
খবর বাংলাদেশ ডেস্ক : 






















