আয়নাল হক-
নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা সহ ৪ সচিব।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতা নয়. পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার। তবে ভালো কিছু পাবার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে বললেন অর্থ উপদেষ্ঠা ড.সালেহ উদ্দিন আহম্মদ। তিনি বলেন, দশ-বারো বছর পর এটা বাস্তবায়নে কমিশন করা হয়েছে। অনেক ক্যালকুলেশন,রিভিশন করতে হচ্ছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। কাজ শেষে তারা প্রস্তাবনা জমা দেবেন। তারপর বাস্তবায়ন। অনেক কিছুই ভাবতে হচ্ছে। থেকে বড় বিষয় অর্থের যোগান। হতাশ না হয়ে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।
গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট সংস্কারের পক্ষে। জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।
গুরুদাসপুর উপজেলা মিনি ষ্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন বলেন,এ স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি,কৃষ্টি,কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবারে অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম.বজলুর রশীদ,নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 





















