ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জমিজমা বিরোধে আহত-৩, ৭জনের বিরুদ্ধে থানায় মামলা: গ্রেফতার হয়নি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে এমপি পুত্র ও জামাতার মনোনয়নপত্র জমা বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে–স্পীকার অপশক্তিকে বিতাড়িত করতে হলে ভালো মানুষকে ভোট দিন- কামাল হোসেন টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক নওগাঁয় পানির অভাবে ১শ বিঘা জমি অনাবাদি পড়ে আছ

আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা

অনলা্ইন ডেস্ক:

কাতার বিশ্বকাপ শুরু হতে আর দিন সাতেক বাকি। আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা? লিওনেল মেসিও বা কতটা কী করতে পারবেন? সব নিয়ে আর্জেন্টিনার এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিলেন মরিসিও পোচেত্তিনো । আর্জেন্টাইন ছাড়াও যাঁর একটা পরিচয় আছে– তিনি ক্লাব ফুটবলে মেসির প্রাক্তন কোচ, অর্থাৎ পিএসজি-র।

ইতিহাসে এই প্রথম একটা সম্পূর্ণ ভিন্ন সময়ে ফুটবল বিশ্বকাপের আসর বসছে। যেখানে কোচ বা টিম– কেউই তৈরি হওয়ার জন‌্য বিশেষ সময় পাবে না। এই প্রথম বিশ্বকাপে একটা শহরে বত্রিশটা দেশ থাকবে, তাদের সব ক’টা ম‌্যাচ খেলবে, একই সঙ্গে থাকবে তাদের সমর্থকরাও। আমার মনে হয়, এখন যা সমস্ত বিতর্ক দেখছেন, সব ধুয়েমুছে যাবে একবার বিশ্বকাপটা শুরু হলে।

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি তো ফেভারিট বাছতে পারবেন না। এর সঙ্গে থাকবে ইংল‌্যান্ড, ফ্রান্স, স্পেন আর জার্মানি। আমি বলব, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা যত না ফেভারিট ছিল, এবার তার চেয়ে বেশি। আসলে কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা ফুটবলের চেহারাই বদলে গিয়েছে। আর আপনার টিমে যদি মেসি থাকে, তা হলে টিম অটোমেটিক ভাবতে শুরু করে যে, আমাদের মেসির জন‌্য খেলতে হবে। সেটাই ভাবুক টিম।

এটা নিঃসন্দেহে বলা যায় যে, মেসি আজও বিশ্বসেরা। তা ছাড়া এবারের আর্জেন্টিনা টিমটার সুবিধে হল, টিমের প্লেয়ার-সাপোর্ট স্টাফদের মধ‌্যে বোঝাপড়া বেশ ভাল।

জমিজমা বিরোধে আহত-৩, ৭জনের বিরুদ্ধে থানায় মামলা: গ্রেফতার হয়নি কেউ

আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা

আপডেট টাইম : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

অনলা্ইন ডেস্ক:

কাতার বিশ্বকাপ শুরু হতে আর দিন সাতেক বাকি। আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা কতটা? লিওনেল মেসিও বা কতটা কী করতে পারবেন? সব নিয়ে আর্জেন্টিনার এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিলেন মরিসিও পোচেত্তিনো । আর্জেন্টাইন ছাড়াও যাঁর একটা পরিচয় আছে– তিনি ক্লাব ফুটবলে মেসির প্রাক্তন কোচ, অর্থাৎ পিএসজি-র।

ইতিহাসে এই প্রথম একটা সম্পূর্ণ ভিন্ন সময়ে ফুটবল বিশ্বকাপের আসর বসছে। যেখানে কোচ বা টিম– কেউই তৈরি হওয়ার জন‌্য বিশেষ সময় পাবে না। এই প্রথম বিশ্বকাপে একটা শহরে বত্রিশটা দেশ থাকবে, তাদের সব ক’টা ম‌্যাচ খেলবে, একই সঙ্গে থাকবে তাদের সমর্থকরাও। আমার মনে হয়, এখন যা সমস্ত বিতর্ক দেখছেন, সব ধুয়েমুছে যাবে একবার বিশ্বকাপটা শুরু হলে।

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি তো ফেভারিট বাছতে পারবেন না। এর সঙ্গে থাকবে ইংল‌্যান্ড, ফ্রান্স, স্পেন আর জার্মানি। আমি বলব, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা যত না ফেভারিট ছিল, এবার তার চেয়ে বেশি। আসলে কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা ফুটবলের চেহারাই বদলে গিয়েছে। আর আপনার টিমে যদি মেসি থাকে, তা হলে টিম অটোমেটিক ভাবতে শুরু করে যে, আমাদের মেসির জন‌্য খেলতে হবে। সেটাই ভাবুক টিম।

এটা নিঃসন্দেহে বলা যায় যে, মেসি আজও বিশ্বসেরা। তা ছাড়া এবারের আর্জেন্টিনা টিমটার সুবিধে হল, টিমের প্লেয়ার-সাপোর্ট স্টাফদের মধ‌্যে বোঝাপড়া বেশ ভাল।