ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন মীমাংসিত সম্পত্তি দাম বেড়ে যাওয়ায় পূর্ণরায় দখলের পাঁয়তারা কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার কালিয়াকৈরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত আদমদীঘিতে উপজেলা ও জেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্নীতি ও লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর- উপদেষ্টা আসিফ অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।