ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন বিডিআর হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ৬ বছর পর বিএনপির জনসভা নিজ বাড়ির উঠানে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর নওগাঁয় নার্সিং ইনষ্টিটিউটে পরিক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা: সমালোচনার জট কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।