ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক নওগাঁয় পানির অভাবে ১শ বিঘা জমি অনাবাদি পড়ে আছ নওগাঁর ধামইরহাটে বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী: ডাক্তারসহ শয্যা সংকট শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে–স্পীকার সিরাজদিখানে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরন করলেন জেলা পরিষদ সদস্য এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করলে ছাড় দেওয়া হবে না-হুমকি এমপি পুত্রের!

সাইফ আলি খানের দাড়ি বাদ দিতে খরচ হবে ৩০ কোটি টাকা

অনলাইন ডেস্ক:

বিতর্কের চোটে এবার বাদ যাবে সইফ আলি খানের দাড়ি! না, রিয়েল লাইফে নয়। বরং রিল লাইফে এবার এমনটাই ঘটতে চলেছে।

প্রভাস ও সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ছবির পরিচালক ওম রাউত। রাবণের হাস্যকর রূপ এবং দুর্বল ভিএফএক্স দেখে সোশ্যাল মিডিয়ায় নানা ঠাট্টা শুরু। তবে শুধু ঠাট্টা নয়, সম্প্রতি রামমন্দিরের প্রধান পুরোহিতও রাবণের রূপ দেখে তার সঙ্গে মুঘল শাসকের তুলনা করেছেন। কেউ কেউ তো সইফের রাবণের রূপের সঙ্গে বাবর ও আলাউদ্দিন খিলজির মিলও খুঁজে পাচ্ছেন। এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু বিতর্কের কারণে ভিএফএক্স-এর কাজ তাঁদের নতুন করে করতে হচ্ছে। শুধু সইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তাঁরা। ফলে পোস্ট প্রডাকশনের খরচ বেড়েছে আরও। খবর অনুযায়ী, ভুল সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা!

বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ছবির পরিচালত ওম রাউতও। তাঁর কথায়, ”রাবণ তো আসলে শয়তানের প্রতিরূপ। শয়তানদের তো এরকমই দেখতে হয়। শয়তানের চোখে লালসা থাকে। ঠিক যেমন রাবণের। আদিপুরুষে এরকমই রাবণকে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের এতদিন ধরে দেখে আসা রাবণের থেকে অনেকাংশেই আলাদা এই রূপ। এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। এই নিয়ে অযথা বিতর্কের মনে হয় প্রয়োজন নেই।’ ওম আরও জানালেন, ”সব সমালোচনা কানে এসেছে। সব কিছুই মাথায় রেখে এগোচ্ছি। যাঁরা এই ছবির টিজার দেখে সমালোচনা করছেন, তাঁদের বলব, ছবিটা পুরো দেখুন। হতাশ হবেন না।”

অন্যদিকে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যরা একেবারেই মেনে নিচ্ছেন না আদিপুরুষ ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা আমেয়া খোপকার জানান, ‘যে বিজেপি নেতারা আদিপুরুষকে নিয়ে বিতর্ক করছেন, তাঁরা কি বাস্তবে রাবণকে দেখেছেন? তাঁদের কাছে কি রাবণের কোনও ছবি আছে? পরিচালককে সবসময়ই তাঁর সৃষ্টির ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালক ওম হিন্দুত্ববাদে বিশ্বাসী। সে কখনওই রামায়ণের ভুল ব্যাখ্যা করবেন না।’

টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫

সাইফ আলি খানের দাড়ি বাদ দিতে খরচ হবে ৩০ কোটি টাকা

আপডেট টাইম : ০৭:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

বিতর্কের চোটে এবার বাদ যাবে সইফ আলি খানের দাড়ি! না, রিয়েল লাইফে নয়। বরং রিল লাইফে এবার এমনটাই ঘটতে চলেছে।

প্রভাস ও সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ছবির পরিচালক ওম রাউত। রাবণের হাস্যকর রূপ এবং দুর্বল ভিএফএক্স দেখে সোশ্যাল মিডিয়ায় নানা ঠাট্টা শুরু। তবে শুধু ঠাট্টা নয়, সম্প্রতি রামমন্দিরের প্রধান পুরোহিতও রাবণের রূপ দেখে তার সঙ্গে মুঘল শাসকের তুলনা করেছেন। কেউ কেউ তো সইফের রাবণের রূপের সঙ্গে বাবর ও আলাউদ্দিন খিলজির মিলও খুঁজে পাচ্ছেন। এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু বিতর্কের কারণে ভিএফএক্স-এর কাজ তাঁদের নতুন করে করতে হচ্ছে। শুধু সইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তাঁরা। ফলে পোস্ট প্রডাকশনের খরচ বেড়েছে আরও। খবর অনুযায়ী, ভুল সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা!

বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ছবির পরিচালত ওম রাউতও। তাঁর কথায়, ”রাবণ তো আসলে শয়তানের প্রতিরূপ। শয়তানদের তো এরকমই দেখতে হয়। শয়তানের চোখে লালসা থাকে। ঠিক যেমন রাবণের। আদিপুরুষে এরকমই রাবণকে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের এতদিন ধরে দেখে আসা রাবণের থেকে অনেকাংশেই আলাদা এই রূপ। এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। এই নিয়ে অযথা বিতর্কের মনে হয় প্রয়োজন নেই।’ ওম আরও জানালেন, ”সব সমালোচনা কানে এসেছে। সব কিছুই মাথায় রেখে এগোচ্ছি। যাঁরা এই ছবির টিজার দেখে সমালোচনা করছেন, তাঁদের বলব, ছবিটা পুরো দেখুন। হতাশ হবেন না।”

অন্যদিকে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যরা একেবারেই মেনে নিচ্ছেন না আদিপুরুষ ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্ককে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা আমেয়া খোপকার জানান, ‘যে বিজেপি নেতারা আদিপুরুষকে নিয়ে বিতর্ক করছেন, তাঁরা কি বাস্তবে রাবণকে দেখেছেন? তাঁদের কাছে কি রাবণের কোনও ছবি আছে? পরিচালককে সবসময়ই তাঁর সৃষ্টির ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। পরিচালক ওম হিন্দুত্ববাদে বিশ্বাসী। সে কখনওই রামায়ণের ভুল ব্যাখ্যা করবেন না।’