কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত ২২ জুন দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার সাতরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক দুই নারী মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকার মৃত রফিক মিয়ার কন্যা বুলি আক্তার (৩০) এবং নুরপুর গ্রামের মৃত আবদুল মালেকের কন্যা আয়েশা বেগম আশা।
শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল । এছাড়াও বিভিন্ন সময় মাদক পরিবহণের জন্য গ্রেফতারকৃত মহিলা আসামীরা বোরকা ব্যবহার করত এবং বোরকার নিচে রাবারের ইলাস্টিক ব্যবহার করে মাদক গায়ের সাথে বেধে তা পরিবহন করত বলে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।