ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক নওগাঁয় পানির অভাবে ১শ বিঘা জমি অনাবাদি পড়ে আছ নওগাঁর ধামইরহাটে বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী: ডাক্তারসহ শয্যা সংকট শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে–স্পীকার সিরাজদিখানে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরন করলেন জেলা পরিষদ সদস্য এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করলে ছাড় দেওয়া হবে না-হুমকি এমপি পুত্রের!

ঘোষণা দিয়ে নিজের বাসই ছাড়েননি এনায়েত উল্যাহ

স্টাফ রিপোর্টার :

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে বেশিরভাগ দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এমনকি অবরোধে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেওয়া পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহনের বাসগুলোও মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী না থাকায় তারা গাড়ি ছাড়েননি।

এদিকে সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ অবরোধে বাস চলাচল সচল রাখার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অবরোধের প্রথম দিন অন্যান্য বাসের সঙ্গে এনায়েত উল্যাহর এনা পরিবহনের অসংখ্য বাস মাহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে মহাখালী বাস টার্মিনালের একজন কর্মকর্তা জানিয়েছেন, এনা পরিবহনের কোনো গাড়ি ছেড়ে যায়নি। শুধু এনা পরিবহন না, যাত্রী না পেলে লস দিয়ে, ঝুঁকি নিয়ে কোনো পরিবহনই চালাতে চান না মালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার বিকালে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’যাত্রীসংখ্যা কম থাকায় সড়কে গাড়ির সংখ্যাও কম ছিল। বুধবারও দূরপাল্লার গাড়ি চলবে। আমরা অবরোধ মানি না।’

তিনি দাবি করেন, ঢাকার মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ থেকে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ দেশের সবগুলো রুটেই দূরপাল্লার বাস চলছে।

তবে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া, টিটিপাড়া ও আরামবাগ থেকেও দূরপাল্লার বেশিরভাগ বাসই ছেড়ে যায়নি বলে জানা গেছে।

এদিকে রাজধানীর সায়েদাবাদ টার্মিনালেও সুনসান নীরবতা দেখা গেছে। অন্য দিনের মতো হাঁকডাক চোখে পড়েনি। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কুমিল্লা, নরসিংদী ও পার্শ্ববর্তী এলাকায় দুয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে। তা ছাড়া খুলনা ও বাগেরহাটগামী কয়েকটি গাড়িও ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সায়েদাবাদ জনপথ মোড়ে ইউনিক পরিবহন, হানিফ পরিবহন, ফাল্গুন পরিবহন, শ্যামলীসহ বেশ কিছু পরিবহনের কাউন্টার বন্ধ দেখা গেছে। কিছু কাউন্টারে শাটার অর্ধেক নামানো দেখা গেছে। আর কিছু কিছু কাউন্টার খোলা থাকলেও বাস বন্ধ ছিল।

কোনো যাত্রী না থাকলেও একটি পরিবহনের কাউন্টারে দুজন টিকিট বিক্রেতাকে বসে থাকতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, মালিকের নির্দেশ কোনো গাড়ি ছাড়া হবে না। ভোর থেকে একটি বাসও এখান থেকে ছেড়ে যায়নি। এত দামি গাড়ি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে? তাই ঝুঁকি নেওয়া যাবে না।

ফাল্গুন পরিবহনের কাউন্টারম্যান সুমন জানান, প্রতিদিন ঢাকা-খুলনা রুটে তাদের ২০ থেকে ২৫টা বাস যাতায়াত করে। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি এবং ঢাকায়ও আসেনি।

অন্যদিকে সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবরোধের সমর্থনে কাউকে জোরালো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চিরচেনা যানজটও ছিল না। সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ছিল রিকশা ও সিএনজির আধিক্য।

ট্যাগস

টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫

ঘোষণা দিয়ে নিজের বাসই ছাড়েননি এনায়েত উল্যাহ

আপডেট টাইম : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

স্টাফ রিপোর্টার :

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে বেশিরভাগ দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এমনকি অবরোধে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেওয়া পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহনের বাসগুলোও মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী না থাকায় তারা গাড়ি ছাড়েননি।

এদিকে সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ অবরোধে বাস চলাচল সচল রাখার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অবরোধের প্রথম দিন অন্যান্য বাসের সঙ্গে এনায়েত উল্যাহর এনা পরিবহনের অসংখ্য বাস মাহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে মহাখালী বাস টার্মিনালের একজন কর্মকর্তা জানিয়েছেন, এনা পরিবহনের কোনো গাড়ি ছেড়ে যায়নি। শুধু এনা পরিবহন না, যাত্রী না পেলে লস দিয়ে, ঝুঁকি নিয়ে কোনো পরিবহনই চালাতে চান না মালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার বিকালে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’যাত্রীসংখ্যা কম থাকায় সড়কে গাড়ির সংখ্যাও কম ছিল। বুধবারও দূরপাল্লার গাড়ি চলবে। আমরা অবরোধ মানি না।’

তিনি দাবি করেন, ঢাকার মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ থেকে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ দেশের সবগুলো রুটেই দূরপাল্লার বাস চলছে।

তবে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া, টিটিপাড়া ও আরামবাগ থেকেও দূরপাল্লার বেশিরভাগ বাসই ছেড়ে যায়নি বলে জানা গেছে।

এদিকে রাজধানীর সায়েদাবাদ টার্মিনালেও সুনসান নীরবতা দেখা গেছে। অন্য দিনের মতো হাঁকডাক চোখে পড়েনি। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কুমিল্লা, নরসিংদী ও পার্শ্ববর্তী এলাকায় দুয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে। তা ছাড়া খুলনা ও বাগেরহাটগামী কয়েকটি গাড়িও ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সায়েদাবাদ জনপথ মোড়ে ইউনিক পরিবহন, হানিফ পরিবহন, ফাল্গুন পরিবহন, শ্যামলীসহ বেশ কিছু পরিবহনের কাউন্টার বন্ধ দেখা গেছে। কিছু কাউন্টারে শাটার অর্ধেক নামানো দেখা গেছে। আর কিছু কিছু কাউন্টার খোলা থাকলেও বাস বন্ধ ছিল।

কোনো যাত্রী না থাকলেও একটি পরিবহনের কাউন্টারে দুজন টিকিট বিক্রেতাকে বসে থাকতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, মালিকের নির্দেশ কোনো গাড়ি ছাড়া হবে না। ভোর থেকে একটি বাসও এখান থেকে ছেড়ে যায়নি। এত দামি গাড়ি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে? তাই ঝুঁকি নেওয়া যাবে না।

ফাল্গুন পরিবহনের কাউন্টারম্যান সুমন জানান, প্রতিদিন ঢাকা-খুলনা রুটে তাদের ২০ থেকে ২৫টা বাস যাতায়াত করে। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি এবং ঢাকায়ও আসেনি।

অন্যদিকে সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবরোধের সমর্থনে কাউকে জোরালো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চিরচেনা যানজটও ছিল না। সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ছিল রিকশা ও সিএনজির আধিক্য।