ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক নওগাঁয় পানির অভাবে ১শ বিঘা জমি অনাবাদি পড়ে আছ নওগাঁর ধামইরহাটে বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী: ডাক্তারসহ শয্যা সংকট শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে–স্পীকার সিরাজদিখানে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরন করলেন জেলা পরিষদ সদস্য এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করলে ছাড় দেওয়া হবে না-হুমকি এমপি পুত্রের!

‘এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান’

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। হুট করে নির্বাচন করতে আসায় জাতীয় দলের এই অধিনায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সাকিব এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সেখানে সাকিবের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে সাকিব রাজনীতি করবে।’

ক্রিকেট খেলা অবস্থায় সাকিবের রাজনীতিতে আসায় নেতিবাচক কথাও উঠছে দেশজুড়ে। সাকিবের জন্মস্থান মাগুরার লোকজনও সাকিবের নির্বাচন করা খুব একটা ভালো চোখে দেখছেন না।  এ প্রসঙ্গে পাশের দেশ ভারতের উদাহরণ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। ক্রিকেটের কথা বললে, কিছুদিন আগেই তো গৌতম গম্ভীর (ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার)… তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।’ গম্ভীররা ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। এক্ষেত্রে এখন তাকে মনোনয়ন দিলে তার খেলা নষ্ট হবে কিনা প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে তার চিন্তা ভাবনা আছে।

সে রাজনীতি করবে, এটাই তার ইচ্ছা। সে জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনও জায়গায় সে দাঁড়াতে পারে।’ এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেন সাকিব। তবে ঠিক কোন আসনে তাকে আওয়ামী লীগ নমিনেশন দিবে সেটা নিশ্চিত নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে, মনোনয়ন নিয়েই আলোচনা করেন তারা।

এদিকে ২০১৩ সালে এক ফেসবুক পোস্টে সাকিব ঘোষণা দিয়েছিলেন, কখনও রাজনীতি করবেন না। তবে এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। সাকিব বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আইসিসি বিশ্বকাপ শেষে ওয়ানডেতে অধিনায়কত্ব না করার ঘোষণা আগেই দিয়ে রাখেন তিনি। যদিও ওয়ানডেতে এখনও নতুন অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের। এর আগে সাকিব নিজেই জানান এ কথা। সামনে সাকিব পালা ক্রমে বিদায় জানাবেন বাকি দুই ফরম্যাট থেকেও। তবে যদি নির্বাচনে অংশ নিয়ে জিতে যান, তাহলে সংসদ সদস্য হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে খেলেন মাশরাফি বিন মুর্তজা।

ট্যাগস

টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই’র বাকবিতন্ডা; ট্রেনের ভিতরে ভাংচুর সেনা সদস্য সহ আহত-৫

‘এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান’

আপডেট টাইম : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। হুট করে নির্বাচন করতে আসায় জাতীয় দলের এই অধিনায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সাকিব এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সেখানে সাকিবের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে সাকিব রাজনীতি করবে।’

ক্রিকেট খেলা অবস্থায় সাকিবের রাজনীতিতে আসায় নেতিবাচক কথাও উঠছে দেশজুড়ে। সাকিবের জন্মস্থান মাগুরার লোকজনও সাকিবের নির্বাচন করা খুব একটা ভালো চোখে দেখছেন না।  এ প্রসঙ্গে পাশের দেশ ভারতের উদাহরণ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। ক্রিকেটের কথা বললে, কিছুদিন আগেই তো গৌতম গম্ভীর (ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার)… তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।’ গম্ভীররা ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। এক্ষেত্রে এখন তাকে মনোনয়ন দিলে তার খেলা নষ্ট হবে কিনা প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে তার চিন্তা ভাবনা আছে।

সে রাজনীতি করবে, এটাই তার ইচ্ছা। সে জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনও জায়গায় সে দাঁড়াতে পারে।’ এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেন সাকিব। তবে ঠিক কোন আসনে তাকে আওয়ামী লীগ নমিনেশন দিবে সেটা নিশ্চিত নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে, মনোনয়ন নিয়েই আলোচনা করেন তারা।

এদিকে ২০১৩ সালে এক ফেসবুক পোস্টে সাকিব ঘোষণা দিয়েছিলেন, কখনও রাজনীতি করবেন না। তবে এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। সাকিব বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আইসিসি বিশ্বকাপ শেষে ওয়ানডেতে অধিনায়কত্ব না করার ঘোষণা আগেই দিয়ে রাখেন তিনি। যদিও ওয়ানডেতে এখনও নতুন অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের। এর আগে সাকিব নিজেই জানান এ কথা। সামনে সাকিব পালা ক্রমে বিদায় জানাবেন বাকি দুই ফরম্যাট থেকেও। তবে যদি নির্বাচনে অংশ নিয়ে জিতে যান, তাহলে সংসদ সদস্য হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে খেলেন মাশরাফি বিন মুর্তজা।