নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার :
অস্ত্র ও মাদকসহ ০৭ মামলার কুখ্যাত সন্ত্রাসী তসলিমকে জয়পুরহাটের জিতারপুর থেকে আটক করেছে র্যাব-৫।
গােয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২ ঘটিকায় জয়পুরহাট জেলা সদরের জিতারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটারগান ও ৭ পিচ ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী তসলিমকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট দল। এ সময় অপরজন মোঃ রাব্বি (১৯) পালিয়ে যায়।
আটককৃত মােঃ তসলিম হােসেন (৩২) জয়পুরহাটের সদর উপজেলার জিতারপুরের বাসিন্দা মােঃ তােজাম্মেল হক এর ছেলে।
পলাতক আসামী মােঃ রাব্বি (১৯), একই স্থানের বাসিন্দা মোঃ ইউনুস আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তসলিম মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বির মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতাে। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতো যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত তসলিম।
পরবর্তীত গ্রেফতারকৃত তসলিম হােসেন ও মোঃ রাব্বি এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়।