রেজাউল মোল্লা, গাজীপুর থেকে:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশ করতে শারদীয় দূর্গা পূজার কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। তিনি শুক্রবার সন্ধ্যায় প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় শ্রী শ্রী ইন্দেশ্বরী শিব মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক নাফিসা আরেফিন ছেলেকে সাথে নিয়ে পূজা মন্ডপে পৌছালে পূজা আয়োজনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ তাদের স্বাগত জানান। পরে জেলা প্রশাসক মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বর্তমান সরকারের পক্ষে গাজীপুর জেলা প্রশাসন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনদের পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে গাজীপুর জেলা প্রশাসন সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা পালন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা এবং নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত রয়েছি। আপনারা যে কোনো প্রয়োজনে যখনই ডাকবেন, জেলা প্রশাসন ও পুলিশ সব সময় আপনাদের পাশে আছে ও থাকবে।
এসময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন, মহানগর পূজা উৎযাপন কমিটি সভাপতি অনুরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ।