গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় মোঃ শমশের আলী টুকন গত ০৩ মাস পূর্বে তৈরি করা একটি নতুন ফাউন্ডেশন বাড়ী ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছে পূর্ব থেকেই, স্থানীয় ৩৯ নং ওয়ার্ড যুবলীগ সদস্য রাকিবুল সরকার এর কাছ থেকে বাড়িটি ক্রয় না করায় চাঁদা দাবি করে আসছিল রাকিবুল সরকার।
ভুক্তভোগীর বক্তব্য অনুসারে জানা যায় যে রকিবুল সহ ৩/৪ জনের একদল সন্ত্রাসী চাঁদাদাবী করলে চাঁদা না দেওয়ায় রবিবার সকালে শমশের আলী টুকন বাড়ির সামনে খালি প্লট দিয়ে কয়েকটি পরিবার যাতায়াতের রাস্তা কাঠ ও বাশ দিয়ে বন্ধ করে দেয়, এবং উক্ত জমি নিজের বলে দাবি করে ।
সেখানে ভোগান্তিতে পড়ে বসবাসকারী পরিবারগুলো, এলাকাবাসী বলেন রাকিবুল সরকার যুবলীগের রাজনীতির ছাত্রছায় সকল ধরনের ক্রাইম করে যাচ্ছেন বহু আগে থেকেই, রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থেমে নেই তার আপকর্ম, এলাকায় জমির দালালি থেকে শুরু করে নানা অপকর্মের সাথে জড়িত বলে সবার কাছে এক নামে পরিচিত এই যুবলীগ নেতা,
তার অনুমতি না নিয়ে যদি কেউ এলাকার জমির
ক্রয় ও বিক্রয় করে থাকেন তাহলে সেই সকল মানুষের কাছে মোটা অংকের চাঁদা দাবি করাই তার মূল পেশা জানায় ভুক্তভোগী পরিবার ।
চাঁদা না দিলে সেই সকল মানুষের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করা হয়। একই এলাকার বাসিন্দা মোঃ শমশের আলী টুকনের বাড়িতে থাকা সকল সদস্য কে প্রানে মেরে ফেলবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে, বিবাদীদের এরুপ হুমকি ও রাস্তা বন্ধ করার কারনে বর্তমানে ভুক্তভোগী পরিবার বাড়ী হতে বের হতে না পারায় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।