শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্বের উপর জোর দেন। তাঁরা বলেন, জমে থাকা পানি এবং মশার বংশবৃদ্ধির স্থানগুলো নিয়মিতভাবে পরিষ্কার রাখা জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, পৌরসভার মশা নিধন কার্যক্রম চলমান থাকলেও, ডেঙ্গু প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।