মোহাম্মদ বাবুল হোসেন,পঞ্চগর-
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা এবং নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচারের দাবি ও শহীদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকfলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করে পঞ্চগড় জেলা জামায়াত।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে নিরস্ত্র বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর ঝাপিয়ে পড়েছিলো। সেদিন বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছিলেন, তাদের লাশের ওপর নৃত্য দেয়ার মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন সন্ত্রাসীরা। এরপর ভারতের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘসময় অবৈধভাবে ক্ষমতায় থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন ও তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তারবিয়াত সেক্রেটারি শাহিদ আল ইসলাম, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।