শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি–
কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নয়া কমিটির দায়িত্বপ্রাপ্তরা: আহ্বায়ক: হবিবুর রহমান হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আব্দুল মালেক, সদস্য সচিব: আব্দুল হালিম মিয়া।
গত ১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিঞার সুপারিশে এবং জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল খালেক মন্ডলের সাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন:
কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি: নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক,
সিনিয়র সহ-সভাপতি: মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি: শহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা যুবদলের সভাপতি: আনোয়ার হোসেন মোল্লা ও যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক: হাসমত আলী রেজা প্রমুখ।
নবনিযুক্ত আহ্বায়ক হবিবুর রহমান হবি বলেন:
“আমরা টাঙ্গাইল জেলা কমিটির প্রতি চিরকৃতজ্ঞ। অল্প সময়ের জন্য দায়িত্ব পেলেও আমাদের লক্ষ্য হবে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে একটি কার্যকর কমিটি গঠন করা।”
সভাপতি নজরুল ইসলাম শোভা বলেন:
মুক্তিযোদ্ধা দল আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা আশা করি, নতুন কমিটি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া বলেন:
মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা—তারা সংগঠনকে শক্তিশালী ও সংগঠিত করবে।
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- ৭৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ