বরগুনা প্রতিনিধি-
আমরা করবো রক্তদান,বেঁচে যাবে হাজারো প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে। পায়রা কমিনিউটি ব্লাড সেন্টারের উদ্যোগে বরগুনা জেলা কমিটির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ জানুয়ারি) বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা পুরাতন বাজারে বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষসহ প্রায় এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রতি চার মাস অন্তর রক্ত দানে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পায়রা কমিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান অপু। মোঃ এমাদ শেখ- সহ-প্রচার বিষয়ক সম্পাদক, কেদ্রীয় কমিটি।
মোঃ আকাশ – সহ-সমাজ কল্যান সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
মোঃ শাহাদাত হোসেন- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
হাফেজ মোঃ রাকিবুল ইসলাম- ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
মোঃ জাহিদুল ইসলাম – কার্যনিবার্হী সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা আহ্বায়ক কমিটির সভাপতি শুভ মৃধা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। উপদেষ্টা অলিউল্লাহ ইমরান, সোহাগ হাওলাদারসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বরগুনা জেলা কমিটির সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন এসময়।
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের সদস্যরা জানান। রক্তদানের কার্যক্রম
শিক্ষার্থীসহ প্রতিটি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। তরুণ প্রজন্ম দ্বারা এখন মানুষ সচেতন তাই এই উদ্যোগ হাতে নিয়েছেন তারা। সকল সাধারণ মানুষ এবং সকল তরুণদের মাঝে সচেতনতার বৃদ্ধি লক্ষে এবং স্বেচ্ছায় অসহায় মুমূর্ষ রোগিকে যাতে নিজের ব্লাড গ্রুপ জেনে ব্লাড ডোনেট করতে পারে তাই এই উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত সংগঠনটি গাজীপুর, বাড্ডা, বরগুনাসহ ৪ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি অপু জানান, অনেক আগে থেকে আমরা জেনে এসছি যে রক্তদান মানেই জীবন দান। রক্ত দানের মতো এমন একটি মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু বা মৃত্যুপথযাত্রী মানুষকে দান করতে পারে নতুন জীবন। আগামীদিনে আমাদের সংগঠনের লক্ষ্য একটাই।বাংলাদেশের একটি মানুষও যেনো রক্তের অভাবে অকালে ঝরে না যায়। সে লক্ষ্যেই প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে মানবতার মহান ব্রতে আমাদের সংগঠনের প্রত্যেকটা সেচ্ছাসেবী সেভাবেই কাজ করে যাচ্ছে। নিরলসভাবে। বরগুনাসহ বর্তমানে সারাদেশে প্রায় ৩ হাজার সদস্য সংখ্যা রয়েছে, সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে রক্তদান করেছেন, এছাড়াও চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় ২ হাজার মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্নয় করা হয়।