মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জানুয়ারী) দুপুর ১ টা থেকে আড়াইটা পযর্ন্ত সিরাজদিখান বাজার থেকে রাজদিয়া এলাকা পযর্ন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
এসময় তিনি বলেন, মেসার্স মোল্লা ট্রেডার্স ও আরমান এন্টারপ্রাইজে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২হাজার করে এবং ঢাকা বেকারি নামে প্রতিষ্ঠানটিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করা হচ্ছে। এতে উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রি মূল্য উল্লেখ করা হচ্ছে না। এর ফলে প্রতিষ্ঠানটিকে ১২ হাজারসহ ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।