গাজীপুর ব্রিজ প্রত্যয়ন এজেন্সীর হলরুমে বুধবার দিনব্যাপী বীজের মান উন্নয়নে বীজ প্রত্যয়ন এজেন্সি এবং অংশী জনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক কৃষিবিদ মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর নমুনা সংগ্রহ কর্মকর্তা হাসনা হেনা মিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-৩ এর উপসচিব সুষমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর উপপরিচালক ( প্রশাসন) কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেরন- গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর উপপরিচালক (জাত পরীক্ষা) কৃষিবিদ মোহাম্মদ শামছুর রহমান খান।
উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন- যারা ভেজাল বীজ উৎপাদন করে বিপণন করবে তাদের প্রয়োজনে আইন সংশোধন করে স্বাস্তীর আওতায় আনতে হবে। তিনি আরো বলেন দেশের বাহির থেকে বীজ এনে দেশে বিতরণ না করে দেশেই উন্নত মানের বীজ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এবং কোন কোন বীজ গবেষণায় দেখা যায় একর প্রতি ৩টন উৎপাদন হলেও মাঠ পর্যায় ২থেকে ২.৫টন উৎপাদন হয়, কেন মাঠ পর্যায়ে কম হয় তা নিরূপণ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।