ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি পার্টির মার্কা ঝর্ণা কলম জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন

জিগীষা মানবিক পার্টির পক্ষ থেকে পার্টির  চেয়ারম্যান -নূর হোসাইন( নুর এইচ) কর্তৃক ২৭ ফেব্রুয়ারি (বিকেল বেলা ) ২০২৫ ইং  নির্বাচন কমিশনে পার্টির নির্বাচনী মার্কা ঝর্ণা কলম অবগতির জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে নিজে উপস্থিত হয়ে পার্টি প্যাডে আবেদন করেন , আবেদনে তিনি বলেন আমি নূর হোসাইন  (নূর এইচ ) পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা – রওশান আরা বেগম ,স্থায়ী ঠিকানা – গুপ্ত মুন্সি, ইলিশা, ভোলা সদর , ভোলা বর্তমান ঠিকানা বাড়ি নং ১২,  সাংবাদিক হোসাইন  রোড, আহমেদ নগর, গাবতলী, ঢাকা- ১২১৬ ।

আবেদনে তিনি আরো বলেন  গত ৬ মার্চ ২০২৪ ইং জিগীষা মানবিক পার্টির নাম দিয়ে ফেসবুক আইডি খোলা হয় এরপর ১৫ মার্চ থেকে পার্টির মার্কা ঝর্ণা কলম হবে তা বিভিন্ন ফেসবুক আইডি , অনলাইন পত্রিকা ও বিভিন্ন জাতীয় পত্রিকায় ব্যাপক প্রচার হয়ে আসছে যা লক্ষ লক্ষ মানুষ জানেন, এবং ১৩ জানুয়ারি পার্টির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান হয় দৈনিক রূপবানি পত্রিকার হল রুমে তাও তিনি  আবেদনে উল্লেখ করেন, তাই কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা যেন ঝর্ণা কলম না দেন , সে বিষয়ে অবগতির জন্য আবেদন জানান তিনি এবং জিগীষা মানবিক পার্টির নির্বাচনী মার্কা ঝরনা কলম বিষয়ে একটি বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি , যাতে দেশবাসী অবগত হতে পারে এবং অন্য নতুন রাজনৈতিক পার্টি এই ঝর্ণা কলম মার্কা ব্যবহার না করেন বা ঘোষণা না দেন এবং তা থেকে যেন বিরত থাকেন ।

তিনি ২৭ ফেব্রুয়ারি সকাল বেলা পার্টির নামে খোলা (জিগীষা  মানবিক পার্টি) ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা ঝর্ণা কলম না দেওয়ার জন্যও অনুরোধ জানান, এর আগে ১৩ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু অনুষ্ঠানে তিনি বলেন- আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই , তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি ,তিনি আরো বলেন জিগীষা অর্থ জয় করার ইচ্ছা, আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই ,তাই আমাদের পার্টির স্লোগান হবে “জয় মানবিক -জয় হোক মানবতার ” এবং পার্টির  মার্কা থাকবে ঝর্ণা কলম ও পার্টির আদর্শ থাকবে – ন্যায় বিচার প্রতিষ্ঠা , সামাজিক নিরাপত্তা , বাক স্বাধীনতা , সাম্য , সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত  রাখা আর পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হবে আমার নিজ বাড়ি নং ১২  সাংবাদিক নূর হোসাইন  রোড ,আহমেদনগর, গাবতলী- ঢাকা এই ঠিকানায় , এ সময় অনুষ্ঠানে তিনি আরো বলেন – বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে এডভোকেট সিদ্দিকুর রহমান (হাইকোর্ট ) কে আমি প্রস্তাব  করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পদ আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে পাস করিয়ে নেয়া হবে এবং সকল পদ কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও মুল পার্টির দেশের সকল জেলা, সিটি কর্পোরেশন , উপজেলা, থানা ,কমিটি  চেয়ারম্যান প্রদান করবেন, সেখান থেকে যোগ্যদের মূল পার্টির কেন্দ্রীয় কমিটিতে আনবেন বলে তিনি জানান,  তিনি বলেন গাছের ডাল পালা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় সকল পদ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে , তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে  মানবিক বাংলাদেশ গড়তে চাই, তিনি বলেন সকল কমিটি করার জন্য মহাসচিব ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী গণের সহযোগিতা নেওয়া হবে, অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি পার্টির মার্কা ঝর্ণা কলম জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন

আপডেট টাইম : ০৪:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জিগীষা মানবিক পার্টির পক্ষ থেকে পার্টির  চেয়ারম্যান -নূর হোসাইন( নুর এইচ) কর্তৃক ২৭ ফেব্রুয়ারি (বিকেল বেলা ) ২০২৫ ইং  নির্বাচন কমিশনে পার্টির নির্বাচনী মার্কা ঝর্ণা কলম অবগতির জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে নিজে উপস্থিত হয়ে পার্টি প্যাডে আবেদন করেন , আবেদনে তিনি বলেন আমি নূর হোসাইন  (নূর এইচ ) পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা – রওশান আরা বেগম ,স্থায়ী ঠিকানা – গুপ্ত মুন্সি, ইলিশা, ভোলা সদর , ভোলা বর্তমান ঠিকানা বাড়ি নং ১২,  সাংবাদিক হোসাইন  রোড, আহমেদ নগর, গাবতলী, ঢাকা- ১২১৬ ।

আবেদনে তিনি আরো বলেন  গত ৬ মার্চ ২০২৪ ইং জিগীষা মানবিক পার্টির নাম দিয়ে ফেসবুক আইডি খোলা হয় এরপর ১৫ মার্চ থেকে পার্টির মার্কা ঝর্ণা কলম হবে তা বিভিন্ন ফেসবুক আইডি , অনলাইন পত্রিকা ও বিভিন্ন জাতীয় পত্রিকায় ব্যাপক প্রচার হয়ে আসছে যা লক্ষ লক্ষ মানুষ জানেন, এবং ১৩ জানুয়ারি পার্টির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান হয় দৈনিক রূপবানি পত্রিকার হল রুমে তাও তিনি  আবেদনে উল্লেখ করেন, তাই কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা যেন ঝর্ণা কলম না দেন , সে বিষয়ে অবগতির জন্য আবেদন জানান তিনি এবং জিগীষা মানবিক পার্টির নির্বাচনী মার্কা ঝরনা কলম বিষয়ে একটি বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি , যাতে দেশবাসী অবগত হতে পারে এবং অন্য নতুন রাজনৈতিক পার্টি এই ঝর্ণা কলম মার্কা ব্যবহার না করেন বা ঘোষণা না দেন এবং তা থেকে যেন বিরত থাকেন ।

তিনি ২৭ ফেব্রুয়ারি সকাল বেলা পার্টির নামে খোলা (জিগীষা  মানবিক পার্টি) ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা ঝর্ণা কলম না দেওয়ার জন্যও অনুরোধ জানান, এর আগে ১৩ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু অনুষ্ঠানে তিনি বলেন- আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই , তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি ,তিনি আরো বলেন জিগীষা অর্থ জয় করার ইচ্ছা, আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই ,তাই আমাদের পার্টির স্লোগান হবে “জয় মানবিক -জয় হোক মানবতার ” এবং পার্টির  মার্কা থাকবে ঝর্ণা কলম ও পার্টির আদর্শ থাকবে – ন্যায় বিচার প্রতিষ্ঠা , সামাজিক নিরাপত্তা , বাক স্বাধীনতা , সাম্য , সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত  রাখা আর পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হবে আমার নিজ বাড়ি নং ১২  সাংবাদিক নূর হোসাইন  রোড ,আহমেদনগর, গাবতলী- ঢাকা এই ঠিকানায় , এ সময় অনুষ্ঠানে তিনি আরো বলেন – বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে এডভোকেট সিদ্দিকুর রহমান (হাইকোর্ট ) কে আমি প্রস্তাব  করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পদ আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে পাস করিয়ে নেয়া হবে এবং সকল পদ কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও মুল পার্টির দেশের সকল জেলা, সিটি কর্পোরেশন , উপজেলা, থানা ,কমিটি  চেয়ারম্যান প্রদান করবেন, সেখান থেকে যোগ্যদের মূল পার্টির কেন্দ্রীয় কমিটিতে আনবেন বলে তিনি জানান,  তিনি বলেন গাছের ডাল পালা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় সকল পদ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে , তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে  মানবিক বাংলাদেশ গড়তে চাই, তিনি বলেন সকল কমিটি করার জন্য মহাসচিব ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী গণের সহযোগিতা নেওয়া হবে, অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন ।