নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি-
দলের দুর্নাম হয় এমন কাজ থেকে বিএনপির নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারও কারণে দলের দুর্নাম হয় এমন কাজ করা যাবে না। কারও অন্যায় কাজের দায় দল নেবে না। অন্যায়-অপকর্ম করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ভবিষ্যতেও হবে না।
শুক্রবার (১৮ জুলাই) নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আব্দুস সালাম বলেন, ‘যারা অন্যায়-অপকর্ম করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে মামলা ও গ্রেপ্তারের জন্য আহবান জানানো হচ্ছে। কিন্তু সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। একটি মহল চায় বিএনপির বদনাম হোক।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘এখনও আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। একটি গোষ্ঠী চায় না দেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসুক। তারা নির্বাচন চায় না। ভোটাধিকার ফিরে আনার জন্য আমাদের আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনে জিততেও হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি ধানের শীষ প্রতীক পাবেন আমরা তার। নওগাঁয় প্রত্যেকটা সিট ধানের শীষের প্রার্থীকে জেতাতে হবে।’
১৩ বছর পর নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হলো। সম্মেলনে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে এম এ মতীন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক। শফিকুল ইসলাম বাবুল চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর ১৩ বছরে কোনো সম্মেলন করতে পারেনি দলটি। অবশ্য ২০১৭ ও ২০২৩ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
সকালে কাউন্সিল পর্বে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদে এম এ মতিন ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক দুটি পদে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সামসুল আলম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার।
বিকেলে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এম এ মতিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম রান, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটসহ অনেকে।